Shakib Al Hasan. (Photo by Sarah Reed/Getty Images)
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টি টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের। একদিনের সিরিজে হারলেও টি টোয়েন্টি সিরিজে আর কোনও ভুল করেনি বাংলাদেশ। শেষ টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারানোর পরই হোয়াইট ওয়াশ সম্পূর্ণ হয়েছে বাংলাদেশের। ঘরের মাঠে ৩-০-এ জয় পাওয়ার পরই আত্মবিশ্বাসের সুর বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এশিয়ার মাঠে বাংলাদেশকে সেরা ফিল্ডিং সাইড হিসাবে দেখতে চান সাকিব আল হাসান। সিরিজ জয়ের পরই সেই কথা শোনা গেল সাকিব আর হাসানের মুখে।
শেষ টি টোয়েন্টিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬ রানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিংয়ে যেমন দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। তেমনই ফিল্ডিংয়েও দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছিলেন তারা। আর তাতেই আপ্লুত বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এই ম্যাচে ফিল্ডিংয়ে তারা যে ইংল্যান্ডকেও পিছনে ফেলে দিয়েছে তা বলতে কোনও দ্বিধা নেই বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের। সেই লক্ষ্য নিয়েই এখন নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশের ক্রিকেটাররা। সিরিজ জয়ের পর সেই বার্তাই শোনা গেল এই তারকা ক্রিকেটারের মুখে।
টি২০ সিরিজে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছেন সাকিব আল হাসানরা
শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া ছিল ইংল্যান্ড। সেই লক্ষ্য নিয়ে মাঠে নামতে গেলেও, শেষরক্ষা করতে পারেনি ব্রিটিশ বাহিনী। শুরুটা ভালভাবে করলেও শেষরক্ষা করতে পারেনি তারা। ইংল্যান্ডের ডেভিড মালান ও জস বাটলার বড় রান পেলেও, তারা সাজঘরে ফেরার পরই ইংল্যান্ডের হারের রাস্তাটা প্রশস্ত হয়ে গিয়েছিল। সেই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশী ক্রিকেটাররাও খুব একটা ভুল করেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬ রনে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
সিরিজ জয়ের পর সাকিব আল হাসান জানিয়েছেন, এই তিন ম্যাচে সকলেই আমাদের ফিল্ডিং প্রদর্শন দেখেছেন। এই মুহূর্তে ইংল্যান্ড, যারা বিশ্বের অন্যতম ফিল্ডিং সাইড, তাদেরকেও ফিল্ডিং প্রদর্শনে আমরা কিন্তু বহু জায়গায় পিছনে ফেলে দিয়েছি। এটা আমাদের কাছে একটা বড় সাফল্য। সমস্ত দিক থেকে যখন আমি বিচার করি, সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা আমাদের ফিল্ডিংয়েও যথেষ্ট উন্নতি সাধন করেছি।
শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তাঁর হাত ধরেই ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জায়গায় পৌঁছেছিল বাংলাদেশ বাহিনী। যদিও ইংল্যান্ডের সামনে লড়াই করার সুযোগ ছিল। কিন্তু শেষপর্যন্ত তারা পারেনি। বাংলাদেশের কাছে শেষ ম্যাচে ১৬ রানে হেরে গিয়েছে সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড।
The post এশিয়ায় বাংলাদেশকে ফিল্ডিংয়ে সেরা করাই লক্ষ্য সাকিব আল হাসানের appeared first on CricTracker Bengali.