Irfan Pathan (Image Source: LLC)
এলএলসি মাস্টার্সে নিজেদের প্রিয় খেলোয়াড়দের আবার মাঠে ফিরতে দেখে নিশ্চয়ই খুশি হয়েছেন সমর্থকরা। আন্তর্জাতিক ক্রিকেটে যারা একসময় সারা বিশ্ব কাঁপিয়েছেন তাদের আবার খেলার মাঠে নেমে ভালো পারফরম্যান্স করতে দেখা খুবই সৌভাগ্যের ব্যাপার। সারা বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা এলএলসি মাস্টার্সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের খেলতে দেখে অবশ্যই নস্টালজিক হয়ে পড়েছেন।
মঙ্গলবার, ১৪ই মার্চ দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এলএলসির চলতি মরসুমের চতুর্থ ম্যাচে ইন্ডিয়ান মহারাজাস এবং এশিয়ান লায়ন্স মুখোমুখি হয়। এই ম্যাচের প্ৰথম ইনিংস চলাকালীন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের একটি দুর্দান্ত ক্যাচ ইতিমধ্যেই শিরোনামে এসেছে।
ইন্ডিয়ান মহারাজাস টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। একসময় ওপেনার হিসেবে শ্রীলঙ্কাকে ম্যাচ জেতানো দুই ব্যাটসম্যান উপুল থারাঙ্গা এবং তিলকরত্নে দিলশান এশিয়ান লায়ন্সের হয়ে প্ৰথমে ব্যাট করতে আসেন। শুরু থেকেই ইন্ডিয়ান মহারাজাসের বোলারদের চাপের মধ্যে রেখেছিল এই দুই ব্যাটসম্যান। তারা দুজনে মিলে প্ৰথম উইকেটে ৫২ বলে ৭৩ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ করেন। ইন্ডিয়ান মহারাজাস অনেকক্ষণ ধরেই উইকেট নেওয়ার চেষ্টা করছিল এবং শেষমেশ এশিয়ান লায়ন্সের ডানহাতি ওপেনার তিলকরত্নে দিলশানের উইকেট তারা পায়। প্ৰথম ইনিংসের নবম ওভারে স্টুয়ার্ট বিনির একটি বলকে দিলশান কাট করেন এবং শর্ট থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ইরফান পাঠানের হাতে ক্যাচ যায়। পাঠান নিজের ডান দিকে এই ক্যাচটি অসাধারণভাবে ধরেন। এই ক্যাচটি ধরার পর একটি অসাধারণ ভঙ্গিমায় তিনি সেটিকে উদযাপন করেন এবং উপরের দিকে বলটি ছুড়ে দেন।
গৌতম গম্ভীর এবং রবিন উথাপ্পার দুর্দান্ত ইনিংসের হাত ধরে এশিয়ান লায়ন্সকে পরাজিত করল ইন্ডিয়ান মহারাজাস
প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২০ ওভারে ১৫৭ রান তোলে এশিয়ান লায়ন্স। উপুল থারাঙ্গা তাদের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তিনি ৪৮ বলে ৬৯ রান করেন। আরেক ওপেনার তিলকরত্নে দিলশান দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান পেয়েছিলেন। তিনি ২৭ বলে ৩২ রান করেন। এছাড়া আব্দুর রাজ্জাক ১৭ বলে অপরাজিত ২৭ রান করেন। এশিয়ান লায়ন্সের এই তিনজন খেলোয়াড় বাদে ব্যাট হাতে আর কেউ তেমন রান পাননি।
রান তাড়া করতে নেমে মাত্র ১২.৩ ওভারে ১৫৯ রান করে ১০ উইকেট এই ম্যাচ জিতে নেয় ইন্ডিয়ান মহারাজাস। রবিন উথাপ্পা ৩৯ বলে ৮৮ রান এবং গৌতম গম্ভীর ৩৬ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। রবিন উথাপ্পাকে তার বিধ্বংসী ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়।
The post এশিয়ান লায়ন্সের বিরুদ্ধে ক্যাচ ধরে অসাধারণ ভঙ্গিমায় সেটিকে উদযাপন করলেন ইরফান পাঠান appeared first on CricTracker Bengali.