Rinku Singh. ( Image Source: Twitter )
এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন রিঙ্কু সিং। সেই থেকেই তাঁকে নিয়ে নানান আলোচনা শুরু হয়ে গিয়েছিল। ভারতীয় দলে রিঙ্কু সিংকে খেলানোর দাবীতেই সোচ্চ্বার হয়েছিলেন সকলে। কয়েকটা দিন দেরী হলেও শেষপর্যন্ত ভারতীয় দলের জার্সি গায়ে উঠতে চলেছে রিঙ্কু সিংয়ের। আদামী এশিয়ান গেমসেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং। এশিয়ান গেমসে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়। সেখানেই জায়গা করে নিয়েছেন রিঙ্কু সিং। সুযোগ পাওয়ার পরই এক বিশেষ বার্তা রিঙ্কু সিংয়ের।
যদিও তিনি মুখে কিছু বলেননি, ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েই নিজের মনের ভাব জানিয়েছেন এই তারকা ক্রিকেটার। সেখানে নজর ইমুলেটের একটি ইমোজি ব্যবহার করেছেন রিঙ্কু সিং। সাধারণ ইমোজি হলেও সেটা যে কতটা অর্থবহ তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে ভারতীয় দলে সুযোগ পেয়ে তিনি যে কতটা আপ্লুত তা বলার অপেক্ষা রাখে না। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আসন্ন এশিয়ান গেমসে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। সেখানেই দেখা যাবে রিঙ্কু সিংকে।
এবারের আইপিএলে ৪৭৪ রান করেছিলেন রিঙ্কু সিং
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার ৪৮ ঘন্টা পরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি দেলর দিকেই তাকিয়েছিলেন সকলে। অএবারের আইপিএলে তাঁর পারফরম্যান্স দেখার পর থেকেই রিঙ্কু সিংকে খেলানোর দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষা ছিল। শেষপর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয়দলে সুযোগ হয়নি রিঙ্কু সিংয়ের। আর তা নিয়েই সমালোচনায় সরব হয়েছিলেন সকলে। কেন রিঙ্কু সিংকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হল না তা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিলেন প্রাক্তন তেকে বিশেষজ্ঞরা।
NEWS 🚨- Team India (Senior Men) squad for 19th Asian Games: Ruturaj Gaikwad (Captain), Yashasvi Jaiswal, Rahul Tripathi, Tilak Varma, Rinku Singh, Jitesh Sharma (wk), Washington Sundar, Shahbaz Ahmed, Ravi Bishnoi, Avesh Khan, Arshdeep Singh, Mukesh Kumar, Shivam Mavi, Shivam…
— BCCI (@BCCI) July 14, 2023
যদিও রিঙ্কু সিং য়ে তাদের পরিকল্পনায় রয়েছেন, সেই ইঙ্গিত ভারতীয় বোর্ডের তরফ থেকে আগেই পাওয়া গিয়েছিল। এবার সেটাই হল। এশিয়ান গেমসের দলে এবার ভারতীয় শিবিরে রিঙ্কু সিং। সেই দলে সুযোকগ পাওয়ার পরই সোশ্যাল মিডিয়াতে নিজের ভারতীয় দলের জার্সিতে ছবি দিয়েছেন এই তরুণ ক্রিকেটার। সেইসঙ্গে একটি ইমোজিও দিয়েছেন। যার মানে এমনটাই যে নজর যেন না লেগে যায়।
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ রান পেয়েছিলেন তিনি। সেইসঙ্গে গোটা প্রতিযোগিতায় তাঁর ঝুলিতে রয়েছে চারটি অর্ধশতরান। এছাড়া গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাঁর পাঁচ বলে পাঁচটি ছয় এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে।
The post এশিয়ান গেমসে ভারতীয় দলে সুযোগ পেয়ে বিশেষ বার্তা রিঙ্কু সিংয়ের appeared first on CricTracker Bengali.