VVS Laxman. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)
এবারই এশিয়ান গেমসে পের একবার দেখা যাবে ক্রিকেটের লড়াই। সেখানেই বারতের পুরষ ও মহিলা দুই দলই অংশগ্রহন করছে। ভারতীয় পুরুষ দলের এশিয়ান গদেমসে নামার স্কোয়াড বহু আগেই ঘোষণা হয়ে গিয়েছে। এখন শুধুই তাদের মাঠে নামার অপেক্ষা। সেখানেই ভারতীয়দলের কোচের ভূমিকায় কাকে দেখা যাবে তা নিয়েই চলছিল নানান হিসাব নিকাশ। শেষপর্যন্ত ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানেই নামতে চলেছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। সেখানেই শেষপর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের গলায় সোনার মেডেল ওঠে কিনা তা তো সময়ই বলবে।
এশিয়া কাপের সঙ্গেই চলবে এবারের এশিয়ান গেমস। সেখান সম্পূর্ণ তরুণ দলইউ নামাতে চলেছে টিম ইন্ডিয়া। তরুণ ক্রুিকেটার রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃ্বেই এবারের এশিয়ান গেমসে নামবে ভারতীয় দল। সেখানে ভারতের কোচের দায়িত্বে কাকে দেখা যাবে তা নিয়ে একটা জল্পনা চলছিলই। সরকারীভাবে এখনও ঘোষণা না হলেও প্রাক্তন ক্রিকেটার তথা এনসিএ-র প্রধান কোচ ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানেই নামতে চলেছে টিম ইন্ডিয়া। একইসঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচের দায়িত্বে দেখা যেতে চলেছে এবার হৃষিকেষ কার্ণিতকারকেই। অন্তর্বর্তী কোচ হলেও, তাঁর নেতৃত্বেই নামবেন হরমনপ্রীত কৌররা।
রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে এশিয়ান গেমসে নামতে চলেছে টিম ইন্ডিয়া
দল ঘোষণার পর থেকেই এশিয়ান গেমসে নামার অপেক্ষায় রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়রা। তবে এশিয়ান গেমসের গ্রুপ পর্বে খেলতে হবে না ভারতীয় দলকে। একেবারে কোয়ার্টার ফাইনাল থেকেই নামবে টিম ইন্ডিয়া। অর্থাত্ প্রথম ম্যাচ জিততে পারলেই কার্যত পদক পাকা করে ফেলবে টিম ইন্ডিয়া। সেখানেই ভিভিএস লক্ষ্মণের ভারতীয় দলের ডাগ আউটে থাকাটা যে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এবারের এশিয়ান গেমস। সেখানেই ভিভিএস লক্ষ্মণ যেমন প্রধান কোচ হিসাবে থাকবেন, তেমনই বোলিং কোচ হিসাবে থাকবেন সাইরাজ বাহুতুলে এবং ফিল্ডিং কোচ হিসাবে দেখা যাবে মুনিশ বালিকে। অন্যদিকে মহিলা ক্রিকেট দলের নতুন প্রধান কোচ এবং সাপোর্ট স্টাফ নির্বাচনের দিন অনেকটাই পিছিয়ে গিয়েছে। ডিসেম্বরের আগে তা সম্ভব নয় বলেই শোনাযাচ্ছে। সেইখানে অন্তর্বর্তী কোচ হৃষিকেশ কার্ণিতকারের নেতৃত্বেই নামতে চলেছেন হরমনপ্রীত কৌররা।
এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে এবার তারুণ্যের আধিক্য। রুতুরাজ গায়কোয়াড় যেমন ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন। তেমনই এই দলেই এবার সুযোগ পেয়েছেন রিুঙ্কু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দরের মতো ক্রিকেটাররা। এছাড়া সেই দলে রয়েছেন যশস্বী জয়সওয়ালও। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া সোনার মেডেল জিততে পারে কিনা সেটাই এখন দেখার।
The post এশিয়ান গেমসে ভারতীয় দলের কোচ ভিভিএস লক্ষ্মণ এবং মহিলা দলের দায়িত্বে হৃষিকেশ কার্ণিতকর appeared first on CricTracker Bengali.