বেশ কয়েকদিন ধরেই একটা জল্পনা চলছিল। বিশেষ করে ২০২৩ আইপিএল শেষ হওয়ার পর থেকেই এমএস ধোনির অবসর নেওয়া নিয়ে জল্পনাটা তুঙ্গে পৌঁছেছিল। যদিও গতবারের আইপিএল শেষ হওয়ার পর ইবসর নিয়ে কোনওরকম কথা বলেননি এমএস ধোনি। এবারের আইপিএলেও এমএস ধোনির নেতৃত্বেই নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। তাঁর হাত ধরে এবারও সিএসকে সাফল্যের রাস্তায় হাঁটতে পারে কিনা সেটা তো সময় বলবে। তবে তার আগেই ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডেভিলিয়র্স। ধোনিকে ডিজেল ইঞ্জিনের সঙ্গে তুলনা করলেন এই প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার।
গতবারের আইপিএলের আগেই ধোনির অবসর নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। চেন্নাই সুপার কিংস জয়ী হওয়ার পরই ধোনির অবসর নিয়ে নানান কথাবার্তা চলছিল। অনেকেই মনে করেছিলেন যে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরই হয়ত অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন এমএস ধোনি। কিন্তু শেষপর্যন্ত ধোনি সেই সিদ্ধান্তের রাস্তায় হাঁটেননি। বরং অবসর নিয়ে চুপ করে থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। এবারও সেই ধোনির নেতৃত্বেই আইপিএলের মঞ্চে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস।
২০২৩ সালে ধোনির নেতৃত্বে আইপিএল জিতেছিল চেন্নাই সুুপার কিংস
এবার যখন এমএস ধোনি মাঠে নামবেন সেই সময় তাঁর বয়স হবে ৪২ বছর। এই বয়সেও চেন্নাই সুপার কিংস সহ গোটা ভারতীয় ক্রিকেট মহলে ধোনিকে নিয়ে যেরকম হৈচৈ তা দেখেই কার্যত মুগ্ধ হয়েছেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার এবি ডেভিলিয়র্স। সেইসঙ্গে গত মরসুমেও ধোনির ম্যাচ ফিনিশ করার দক্ষতাও দেখেছেন সকলে। এমনটা দেখার পরই ধোনিকে ডিজেল ইঞ্জিনের সঙ্গে তুলনা করেছেন এবি ডেভিলিয়র্স। এবারও ধোনির ব্যাটে রান আসে কিনা সেটা তো সময়ই বলবে।
এই প্রসঙ্গে এবি ডেভিলিয়র্স জানিয়েছেন, গতবার অনেক জল্পনাই শোনা গিয়েছিল যে সেবারই নাকি ধোনির শেষ আইপিএল মরসুম হতে চলেছে। কিন্তু তেমনটা হতে একেবারেই দেখা যায়নি। তিনি কিন্তু আবারও মাঠে ফিরছেন। এটাই তাঁর শেষ মরসুম হতে চলেছে। সেকথা অবশ্য কেউই জানেন না। ধোনি অনেকটা সেই ডিজেল ইঞ্জিনের মতো। যাঁর কোনওরকম শেষ নেই।
The post এম এস ধোনিকে ডিজেল ইঞ্জিনের সঙ্গে তুলনা করলেন এবি ডেভিলিয়র্স appeared first on CricTracker Bengali.