Sunil Gavaskar & MS Dhoni. ( Image Source: Twitter )
ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির ভক্তের সংখ্যা গুনে শেষ করা যায়না। বরবারই মহেন্দ্র সিং ধোনির প্রশংসা শোনা গিয়েছে সুনীল গাভাসকরের মুখে। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ শেষে ফের একবার ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিলেন সুনীল গাভাসকর। তাঁর মতে ধোনিরক মতো ক্রিকেটার এক যুগ শুধু নয়, এক শতকে একবার আসেন। সেইসহ্গে মগেন্দ্র সিং ধোনির কাছে আরও কয়েকটা দিন মাঠে থাকার আব্দারও করেছেন সুনীল গাভাসকর। শেষপ্রযন্ত অবশ্য মহেন্দ্র সিং ধোনি কী করেন তা তো সময়ই বলবে।
দেশের জার্সির পাশাপাশি আইপিএলের মঞ্চ। মহেন্দ্র সিং ধোনি সবসময়ই সাফল্য পেয়েছেন। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তাঁর জনপ্রিয়তা এতটুকুও কমেনি। বরং সম.ের সঙ্গে সঙ্গে ধোনির ভক্ত সংখ্যা বেড়েই চলেছে। শোনাযাচ্ছে অএবারের আইপিএলেই নাকি শেষবার ক্রিরকেটার হিসাবে দেখা যেতে চলেছে ধোনিকে. যদিও তিনি নিজে মুখে এখনও পর্যন্ত কিছু বলেননি। কিন্তু ধোনিকে সমর্থন করতে প্রতি ম্যাচেই মাঠ উপচে পড়েছে ভিড়।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস
হোম গ্রাউন্ড তো বটেই, অ্যাওয়ে ম্যাচেও যখন ধোনি খেলতে নামছেন গোটা গ্যালারী হয়ে তাকছে হলুদ। এবার ক্রিকেটাররাও তাঁকে এখনই ক্রিকেট না ছাড়ারপ বার্তা দিতে সুরু করেছেন। কয়েকদিন আদেই হরভজন সিংয়ের মুখে শোনা গিয়েছিল এই কথা। এবার সেি একই কথা শোনা গেল সুনীল গাভাসকরের মুখেও। তাঁর মতে এখনও বেশ কিছুটা সময় মগেন্দ্র সিং ধোনিকে ক্রিকেট মাঠে দেখতে চান তিনি। সেইসঙ্গেই মহেন্দ্র সিং ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিলেন এই তারকা ক্রিকেটার।
কলকাতা নািট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ শেষে ধোনিকে নিয়ে সুনীল গাভাসকর জানিয়েছেন, “এর আগে কেভিন পিটারসন ইমপ্যাক্ট ক্রিকেটার নিয়ে কথা বলেছিলেন। একজন ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে তিনি কিন্তু এখনও এই খেলার সঙ্গে থাকতে পারেন। তাাঁর মতো একজন ক্রিকেটার যুগে নয়, এক শতকে একবার আসেন। সেই কারণেই তাদের মকতো ক্রিকেটারদের বারবার দেখতে ইচ্ছা হয় আমাদের। আমি আশাবাদী যে এটাই একেবারকে শেষ সময় নয়। আরও কিছুটা সময় তাঁকে আমরা দেখতে পাব”।
কলকাতা নাইট রািডার্সের বিরুদ্ধে জিততে পারেনি চেন্নাই সুপার কিংস। যদিো প্লেঅফে পৌঁছনোর আশা যে এখনও ঘোনির চেন্নাই ,সুপার কিংসের সামনে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এদিন নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ শেষের পরের চিত্রটাই ছিল সবচেয়ে বেশী আকর্ষণীয়। ম্যাচ শেষে ধোনির থেকে অটোগ্রাফ নেন খোদ সুনীল গাভাসকর। সেইসঙ্গে অটোগ্রাফ নিতে দেখা যায় কেকেআরের রিঙ্কু সিংকেও।
The post এমএস ধোনির মতো ক্রিকেটার শতাব্দীতে একবার আসেন, মনে করছেন সুনীল গাভাসকর appeared first on CricTracker Bengali.