BJ Sports – Cricket Prediction, Live Score

এমএস ধোনির জায়গা নিয়ে নিলেন অন্য কেউ! বিশ্ব ক্রিকেটের নতুন ‘মি.কুলের’ নাম জানালেন বীরেন্দ্র সেহওয়াগ

 এমএস ধোনির জায়গা নিয়ে নিলেন অন্য কেউ! বিশ্ব ক্রিকেটের নতুন ‘মি.কুলের’ নাম জানালেন বীরেন্দ্র সেহওয়াগ

#image_title

Virender Sehwag. (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

আমরা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনিকে মাঠের মধ্যে সবসময় শান্ত থাকতে দেখি। দল চাপের মধ্যে থাকলেও তিনি ঠান্ডা মাথায় সেটার মোকাবেলা করেন। সেই কারণেই ক্রিকেট বিশ্বে তাকে ‘ক্যাপ্টেন কুল’ নামে ডাকা হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ তার নেতৃত্বে পঞ্চমবারের জন্য শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস (সিএসকে)।

অ্যাশেজ সিরিজ ২০২৩-এর প্ৰথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার অসাধারণ জয়ের পর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ বিশ্ব ক্রিকেটের নতুন মি.কুল হিসেবে প্যাট কামিন্সকে বেছে নিয়েছেন। অস্ট্রেলিয়ার জয়ের পিছনে একটি অনেক বড় ভূমিকা পালন করেছিলেন কামিন্স। শেষ দিনে অস্ট্রেলিয়ার স্কোর যখন ৭ উইকেটে ২০৯ রান হয়ে গিয়েছিল তখন ক্রিজে এসেছিলেন প্যাট কামিন্স। এরপর উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স কেরির উইকেট হারায় অস্ট্রেলিয়া। তখন অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৮ উইকেটে ২২৭ রান। প্যাট কামিন্সকে সঙ্গ দিতে ক্রিজে এসেছিলেন নাথান লিয়ন। শেষমেশ তারা দুজন মিলেই অস্ট্রেলিয়াকে ম্যাচটি জিতিয়ে দেন। বীরেন্দ্র সেহওয়াগ প্যাট কামিন্সের ইনিংসটির প্রশংসা করেছেন। কামিন্স জো রুটের একটি ওভারে দুটি অসাধারণ ছয় মেরেছিলেন। সেহওয়াগ প্যাট কামিন্স এবং নাথান লিয়নের মধ্যে গড়ে ওঠা পার্টনারশিপটিরও প্রশংসা করেছেন।

বীরেন্দ্র সেহওয়াগ টুইট করে বলেন, “এটা একটা অসাধারণ টেস্ট ম্যাচ ছিল। সাম্প্রতিক সময়ে আমার দেখা অন্যতম সেরা টেস্ট ম্যাচ। টেস্ট ক্রিকেট সেরা ক্রিকেট। প্রথম দিন শেষ হওয়ার ঠিক আগেই ইনিংস ডিক্লেয়ার করা ইংল্যান্ডের একটি সাহসী সিদ্ধান্ত ছিল, বিশেষ করে আবহাওয়া বিবেচনা করে। তবে দুই ইনিংসেই (উসমান) খাওয়াজা অসাধারণ খেলেছেন। প্যাট কামিন্স টেস্ট ক্রিকেটের নতুন মিস্টার কুল। চাপের মধ্যে কি দারুণ একটি ইনিংস খেলেছিলেন এবং লিয়নের সঙ্গে সেই জুটিটা অনেকদিন মনে রাখার মতো।”

দ্বিতীয় ইনিংসে ৪৪* রান করেছিলেন প্যাট কামিন্স

প্যাট কামিন্স ৪টি চার এবং ২টি ছয় সহ ৭৩ বলে অপরাজিত ৪৪ রান করে অস্ট্রেলিয়াকে ম্যাচটি জিততে সাহায্য করেছিলেন। তার এবং নাথান লিয়নের মধ্যে ৫৫* রানের একটি দারুণ পার্টনারশিপ গড়ে উঠেছিল। কামিন্স প্ৰথম ইনিংসে ৩টি ছয় সহ ৬২ বলে ৩৮ রান করতে সক্ষম হয়েছিলেন।

প্যাট কামিন্স ইংল্যান্ডের প্ৰথম ইনিংসে কোনো উইকেট নিতে পারেননি। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তিনি ১৮.২ ওভারে ৬৩ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছিলেন।

The post এমএস ধোনির জায়গা নিয়ে নিলেন অন্য কেউ! বিশ্ব ক্রিকেটের নতুন ‘মি.কুলের’ নাম জানালেন বীরেন্দ্র সেহওয়াগ appeared first on CricTracker Bengali.

Exit mobile version