Devon Conway. (Photo by MANJUNATH KIRAN/AFP via Getty Images)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৩৩ তম ম্যাচে নীতিশ রানার নেতৃত্বাধীন দল কলকাতা নাইট রাইডার্সকে তাদেরই ঘরের মাঠে ৪৯ রানে পরাজিত করেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এই আইপিএলে সিএসকে এখনও অবধি ৭টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৫টি ম্যাচ জিতেছে। তাদের নেট রান রেট হল +০.৬৬২।
এই মরসুমে সিএসকের বাঁ-হাতি ওপেনার ডেভন কনওয়ে খুবই ভালো ফর্মের সাথে খেলছেন। তিনি সিএসকের শেষ চারটি ম্যাচের প্রত্যেকটিতেই অর্ধশতরান করেছেন। এবারের মরসুমে তিনি এখনও অবধি ৭টি ইনিংস খেলে ৩১৪ রান করেছেন। এই আইপিএলে তার সর্বোচ্চ রান হল ৮৩। এই মরসুমে সিএসকের হয়ে সবথেকে বেশি রান করেছেন কনওয়ে। অরেঞ্জ ক্যাপের তালিকায় তিনি এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছেন।
ডেভন কনওয়ে বলেছেন যে চেন্নাই সুপার কিংসের যে সংস্কৃতি রয়েছে তা তাদের মনোবল বাড়াতে সাহায্য করে। এছাড়াও তিনি বলেছেন যে সিএসকে দলে মহেন্দ্র সিং ধোনি থাকার কারণে তাদের মনে হয় যে তারা সব ম্যাচই ঘরের মাঠে খেলছেন।
কেকেআরের বিরুদ্ধে সিএসকে জয় পাওয়ার পর ডেভন কনওয়ে বলেন, “চেন্নাইতে আমাদের যে সংস্কৃতি রয়েছে তা খুবই বিশেষ এবং এটি আমাদের মনোবল বাড়াতে সাহায্য করে। নিশ্চিতভাবেই, এমএসের জন্য আমাদের মনে হয় যে প্রতিটি খেলাই ঘরের মাঠে হচ্ছে।”
“রুতুর সাথে ব্যাট করতে আমার খুবই ভালো লাগে” – ডেভন কনওয়ে
ডেভন কনওয়ে বলেছেন যে সিএসকের আরেক ওপেনার রুতুরাজ গায়কওয়াড়ের সাথে ব্যাটিং করতে তার খুবই ভালো লাগে। এছাড়াও নিজের ভুলগুলি যতটা সম্ভব শুধরে নিচ্ছেন বলে জানান তিনি।
ডেভন কনওয়ে বলেন, “রুতুর সাথে ব্যাট করতে আমার খুবই ভালো লাগে। আমি যতটা সম্ভব নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি। গায়ের দিকে আসা বলগুলি নিয়ে আমার সবসময়ই সমস্যা ছিল, কিন্তু তা কাটিয়ে উঠছি। আমার পা ব্যবহার করে (স্পিনারদের বিরুদ্ধে) আমি ভালো অবস্থানে পৌঁছই এবং এর ফলে শটগুলি খেলতে আমার সুবিধা হয়।”
২৭শে এপ্রিল, বৃহস্পতিবার সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল রাজস্থান রয়্যালসের (আরআর) মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। এই মরসুমে আরআরের বিরুদ্ধে প্ৰথম ম্যাচটিতে ৩ রানে পরাজিত হয়েছিল সিএসকে। রাজস্থান রয়্যালস এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।
The post “এমএস ধোনির জন্য প্রতিটি ম্যাচই ঘরের মাঠে হচ্ছে বলে মনে হয়” – ডেভন কনওয়ে appeared first on CricTracker Bengali.