Rohit Sharma (Photo Source: Twitter)
২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য হলেও ২০১১ সালে ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ী দলের সদস্য বতে পারেননি রোহিত শর্মা। ঘরের মাঠে সেই বিশ্বকাপ খেলতে না পারার আফসোস এখনও রোহিত শর্মার মুখে শোনা যায়। এবারের বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বেই মাঠে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। কিন্তু সেই বিশ্বকাপ সুরু হওয়ার আগেই রোহিত শর্মার ২০১১ সালের বিশ্বকাপে সুযোগ না পাওয়ার সেই কথা সকলের প্রকাশ্যে আনলেন প্রাক্তন ভারতীয় দলের নির্বাচক।
মহেন্দ্র সিং ধোনির ইচ্ছাতেই নাকি ২০১১ সালের বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ হয়নি রোহিত শর্মার। আর েই খবর শোনার পর থেকেই যে ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা তও বলার অপেক্ষা রাখে না। সেই নিয়েই চলছে জোরপ জল্পনা। প্রাক্তন নির্বাচক রাজা ভেঙ্কটের কথা অনুযায়ী প্রথমে নাকি রোহিত শর্মাকে রেখেই ভারকের ২০১১সালের বিশ্বকাপের স্কোয়াড প্রস্তুত হয়েছিল। কিন্তু এরপরই মহেন্দ্র সিং ধোনি বেঁকে বসায় শেষপর্যন্ত তারা নাকি সেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছিল।
২০০৭ টি২০ বিশ্বকাপ স্কোয়াডে ভারতীয় দলে ছিলেন রোহিত শর্মা
আসন্ন বিশ্বকাপ সুরু হওয়ার আগে যে ভারতীয় ক্রিকেট মহলে এবার এক নতুন জল্পনা তৈরি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও শেষপর্যন্ত তী হয় তাতো সময়ই বলবে। ২০১১ সালেই সেষবার বিস্বকাপ চ্য়াম্পি.ন হয়েচিল টিম ইন্ডিয়া। সেখানেই রোহিত শর্মাকে রাখতে আপত্তি করেছঠিলেন মহেন্দ্র সিং ধোনি। রাজা ভেঙ্কটের কথা অনুযায়ী প্রথমে গ্যারি কার্স্টেন রাজি থাকলেও ধোনি বেঁকে বসার পরই নাকি তিনিও নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছিলেন। তাঁর পরিবর্তে পীযূশ চাওলাকেই খেলানোর পরিকল্পনা নিয়েছিল মহেন্দ্র সিং ধোনি।
রেভ স্পোর্টসে দেওয়া এক সাক্ষাতকারে রাজা ভেঙ্কট জানিয়েছেন, যখন আমরা দল বেছে নিতে বসেঠিলামন সেই সময় ১ থেকে ১৪ সবকিচুই একেবারে সঠিকভাবে বেছে নিয়েছিলাম। সেখানেই দলের ১৫ তম সদস্য হিসাবে রোহিত শর্মাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। সেই সময় গ্যারী কার্স্টেনও আমাদের সঙ্গে একমত ছিলেন। কিন্তু দলের অধিনায়ক অবশ্য অন্য কাওকে চাইছিল। এমএস ধোনি রোহিত শর্মার বদলে সেই সময় পীযূশ চাওলাকেও চাইছিল। সেই সময় গ্যারী কার্স্টেনও বলেন যে পীযূশ চাওলাই যথাযথ হবে। এরপরই রোহিত শর্মা বাদ পড়েন।
The post এমএস ধোনির কথাতেই ২০১১ বিশ্বকাপ দলে সুযোগ হয়নি রোহিত শর্মার, জানালেন প্রাক্তন নির্বাচক appeared first on CricTracker Bengali.