Aakash Chopra. (Photo Source: Instagram)
গতবারের আইপিএলের ফাইনালে উঠেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু শেষরক্ষা করতে পারেনি সঞ্জু স্যামসনের রাজস্তান রয়্যালস। গুজরাত টাইটান্সের কাছে হেরে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। সেই দলই কার্যথ এবারের আইপিএলের জন্যও ধরে রেখেছে তারা। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইিপএল। কিন্তু সেই মঞ্চেই গতবারের রানার্স রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়নের দাবীদার হিসাবে দেখছেন না প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। বেশ কিছু দুর্বলতার জন্যই এবার রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন হওয়ার দাবীদার নয় বলে মনে করছেন তিনি।
গতবারের আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিল রাজস্থান রয়্যালস। গতবারের আইপিএলের মঞ্চে সর্বোচ্চ রান করেছিলেন জস বাটলার। তাঁরপ দুর্ধর্ষ ব্যাটিংয়ের সামমনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি কোনও বোলার। কার্যত জস বাটলারের একার দক্ষতাতেই আইপিে্লের ফাইনালের রাস্তা পাকা করে ফেলেছিল রাজস্থান রয়্যালস। আইপিএলের মঞ্চে সেবার ৩টি সেঞ্চুরী এসেছিল এই তারকা ব্রিটিশ ক্রিকেটারের ব্যাটে। কিন্তু ফাইনালের ম়্চেই শেষরক্ষা করতে পারেনি তারা। গুজরাত টাইটান্সের কাছে হেরে গিয়েছিল রাজস্থান রয়্যালস।
গতবারের আইপিএলের ফাইনালিস্ট রাজস্থান রয়্যালস
রাজস্থান রয়্যালস শিবিরের ভারসাম্যের অভাবেই তাদের এবারের আইপিএলের জয়ের দাবীদার হিসাবে দেখছেন না প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। একইসঙ্গে রাজস্থান রয়্যালসের ডেথ ওভার বিশেষজ্ঞ না থাকাটাও একচা বড় সমস্যা হিসাবেই মনে করেন পিরাক্তন এই ভারতীয় ক্রিকেটার। সেজন্যই এবারের আইপিএলে অন্যান্য দলের থেকে রাজস্থান রয়্যালসকে পিছিয়েই রাখছেন আকা চোপড়া। একইসঙ্গে সঞ্জু স্যামসনও ফর্মে নেই।
নিজস্ব ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে আকাশ চোপড়া জানিেয়েছেন, “এই মুহর্তে রাজস্থান রয়্যালসকে অএকটি দল হিসাবে আইপিএল চ্যাম্পিয়ন হিসাবে দেখছি না আমি। শেষ বছর তারা যেমন ছিল, তেমনটা এবার একেবারেই নয়। এবারের আইপিএলে এই দলের প্রধান সমস্যা হল ভারসাম্য। কারণ রাজস্থান রয়্যালস ব্যাটিং এবং বোলিং লাইনআপের মাঝে যথার্থ সেতুর খোঁজেই রয়েছে”।
একইঙ্গে রাজস্থান রয়্যালসের বোলিং লাইনআপ নিয়েও খানিতটা চিন্তার কথা প্রকাশ করেছেন আকাশ চোপড়া। তাঁর মতে এবার রাজস্থান রয়্যালস শিবিরে প্রকৃত ডেথ ওভার বোলার নেই।
তিনি জানিয়েছেন, “এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের অন্যতম দুর্বলতা হতে চলেছে তাদের ডেথ ওভার বোলিং। ট্রেন্ট বোল্ট কখনোই একজন যথার্থ ডেথ ওভার বোলার নয়। সেইসঙ্গে রাজস্থান রয়্যালস শিবিরে নেই ওবেদ ম্যাককয় এবং প্রসিদ্ধ কৃষ্ণা। তাদের পরিবর্ত ক্রিকেটার কারা হবেন তা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি রাজস্থান রয়্যালসের তরফে। ডেথ ওভারে কুলদীপ সেনও কিন্তু সেভাবে সমস্যা মেটাতে পারবেন না”।
The post এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়নের দাবীদার হিসাবে দেখছেন না আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.