BJ Sports – Cricket Prediction, Live Score

একদিনের ক্রিকেটের স্বার্থে বিশেষ পরামর্শ রবি শাস্ত্রীর

একদিনের ক্রিকেটের স্বার্থে বিশেষ পরামর্শ রবি শাস্ত্রীর

#image_title

Ravi Shastri. (Photo Source: Twitter)

আগেও তাঁর মুখে এমন মন্তব্য শোনা গিয়েছে। ফের একবার একদিনের ক্রিকেটে নিয়ে বিশেষ পরামর্শ দিচ্ছেন রবি শাস্ত্রী। তাঁর মতে এই মুহূর্তে একদিনের ক্রিকেটকে বাঁচাতে হলে পঞ্চাশ ওভারের পরিবর্তে ৪০ ওভারের ম্যাচ করারই পরামর্শ দিচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। সেইসঙ্গে দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজের সংখ্যাও কমানোর বার্তা এই প্রাক্তন ক্রিকেটারে্র। সময় যত এগোচ্ছে মানুযের জীবনের দ্রুততাও বাড়ছে। এমন পরিস্থিতিতে সমর্থকরা যাতে দীর্ঘ ফর্ম্যাটের খেলা থেকে মুখ না ফেরান সেজন্যই এমন পরামর্শ দিচ্ছেন রবি শাস্ত্রী।

এই মুহূহূ্র্তে আহমেদাবাদ টেস্ট চলছে। সেখানে  ম্যাচের প্রথম দিন নজর কাড়া ভিড় থাকলেও., দ্বিতীয় দিন থেকে কিন্তু সমর্থকদের সেই ভিড় অনেকটাই কমেছে। সামনেই রয়েছে একদিনের বিশ্বকাপ। তার আগে সম্প্রচারকারী সংস্থার এক অনুষ্ঠানেই রবি শাস্ত্রীর এমন মন্তব্য। তাঁর মতে একদিনের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হলে ৫০ ওভারের পরিবর্তে তা ইতিমধ্যেই ৪০ ওভারের করা উচিত্। ১৯৮৩ বিশ্বকাপের পরবর্তী পরিস্থিতির কথার উদাহরণ দিয়েই এমন কথা বলেছেন তিনি।

অতীতে একদিনের ক্রিকেট ৬০ ওভারেই খেলা হত

রবি শাস্ত্রী জানিয়েছেন,  “একদিনের ক্রিকেের অস্তিস্ব বাঁচিয়ে রাখতে হলে সেখানে আমারপ পরামর্শ যে ভবিষ্যতে পঞ্চাশ ওভারের পরিবর্তে এই ম্যাচ ৪০ ওভারের করা উচিত্। যে কারণ আমি এই কথা বলছি যখন আমরা ১৯৮৩ বিশ্বকাপ জিতেছিলাম সেই সময় একদিনের ম্যাচ হত ৬০ ওভারের। তারপরই ধীরেধীরে দর্শকদের আগ্রহ কমতে শুরু করেছিল। সেই সময়ই ৫০ ওভারের খেলা শুরু হয়েছিল। আমার মনে হয় এখন সময় হয়েছে পঞ্চাশের থেকে কমিয়ে ম্যাচ ৪০ ওভারে নামিয়ে নিয়ে আসা। সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হবে এবং ওভারও কমাতে হবে”।

একইসঙ্গে  টি টোয়েন্টি নিয়েও নিজের মনোভাব ব্যক্ত করেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা কোচ। তাঁর মতে দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ বেশী না হওয়াই উচিত্। গোটা বিশ্বে যে টি টোয়েন্টি লিগ চলছে তার ওপরই জোর দেওয়ার বার্তা শোনা গিয়েছে রবি শাস্ত্রীর কথায়।

এই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় বিশ্বকাপ জয়ী ক্রিকেটার জানিয়েছেন, “আমার মনে হয় টি টোয়েন্টি ফর্ম্যাটই এই মুহূর্তে ক্রিকেটের প্রধান চাবিকাঠি। ক্রিকেটের পরিবর্তনের ক্ষেত্রে টি টোয়েন্টি হল ইঞ্জেক্সনের মতো। তবে টি টোয়েন্টি দ্বিপাক্ষির সিরিজের সংখ্যা কমানো উচিত্। গোটা বিশ্বে বহু টি টোয়েন্টি প্রতিযোগিতা রয়েছে, তা এই ফর্ম্যাটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সেই সমস্তক লিগকেই বেশী প্রাধান্য দিতে হবে। তারপর খেলা হবে একেবারে টি টোয়েন্টি বিশ্বকাপ”।

The post একদিনের ক্রিকেটের স্বার্থে বিশেষ পরামর্শ রবি শাস্ত্রীর appeared first on CricTracker Bengali.

Exit mobile version