Ishan Kishan. (Photo Source: Twitter)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপ ফাইনালে উইকেটকিপার হিসাবে কাকে খেলানো হতে পারে তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে রয়েছে। ঋষভ পন্থ এবং লোকেশ রাহুল দুজনেই চোটের জন্য এবার ভারতীয় দলে নেই। ঋষভ প্নথ আগেই ছিটকে গিয়েছিলেন। যদিও লোকেশ রাহুল ভারতীয় দলের স্কোয়াডে ছিলেন। কিন্তু আইপিএলের মঞ্চে চোট পেয়ে তিনিও চিটকে গিয়েছেন। সেই বিষয় নিয়েই এবার মুখ খুললেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেডেন। তাঁর মতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ঈশান কিষাণকেই ভারতীয় দলের খেলানো উচিত্।
ভারতীয় দলের ১৫ সদস্যের স্কোয়াডে আগেই কেএস ভরতকে এবার রাখা হয়েছিল। কিন্তু আইপিেলের মাঝে লোকেশ রাহুল ছিটকে য়াওয়ার পরই ঈশান িকষামকে ভারতীয় দলে রাখা হয়েছে। যদিও শেষপর্যন্ত তিনি মাঠে নামবেন কিনা তা তো টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। যদিও প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার মনে করছেন এই ম়্চে ঈশান কিষাণকেই খেলানো উচিত্। যদিও ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত টেস্ট ফর্ম্যাটে খেলতে দেখা যায়নি তাঁকে।
সদ্য শেষ হওয়া আইপিএলে ১৬ ম্যাচে ৪৫৪ রান করেছেন ঈশান কিষাণ
কিন্তু ভারতীয় দলের হয়ে সম্প্রতি টি টোয়েন্টি এব একদিনের ক্রিকেটে দুরম্ত পারফরম্যান্স দেখিয়ে্ছিলেন ঈশান কিষাণ। গত বছর বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ফর্ম্যাটে দ্বিশতরানের ইনিংস কেলেছিলেন ঈসান কিষাণ। এবারের আইপিএলের মঞ্চেও অসাধারঁ পারফরম্যামন্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। েই সমস্ত পারফরম্য়ান্স দেখার পরই ঈশান কিষাণকে ঋষভ পন্থের অনুপস্থিতিতে খেলানোর বার্তা দিচ্ছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ম্যাথু হেডেন।
তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের কাছে সবচেয়ে বড় লোকসান হল ঋষভ পন্থের চোটের জন্য ভারতীয় দলে না থাকাটা। এই মুহূর্তে আমি যদি ভারতীয় দলের নির্বাচক হতাম তবে ঋষভ পন্থের অনুপস্থিতিতে অবশ্যই ীশান কিষাণকে খেলানোর কথা ভাবতাম। তি্নি ব্যাটিং লাইনআপে যেমন আক্রমণা্ত্মক মেজাজ দেখাতে পারবেন, তেমনই আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিল্ডিংয়েও ভারতীয় দলকে সাহায্য করতে পারবেন”।
এবারের আইপিএলেও ঋষভ প্নথ খুব একটা খারাপ পারফরম্যান্স দেখাননি। তাঁর ব্যাট থেকে এসেছিল বড় রানের ঝলক। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৬ ম্যাচে ৪৫৪ রান করে্ছিলেন ঋষভ পন্থ। সেখানেই তাঁর স্ট্রাইকরেট ছিল ১৪০। শে্ষপর্যন্ত ঈশান কিষাণ কেলেন কিনা সেটাই এখন দেখার।
The post ঋষভ পন্থের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঈশান কিষাণকে খেলানোর পরামর্শ ম্যাথু হেডেনের appeared first on CricTracker Bengali.