BJ Sports – Cricket Prediction, Live Score

উসমান খোয়াজা ও অ্যালেক্স ক্যারিকে জার্সি উপহার বিরাট কোহলির

উসমান খোয়াজা ও অ্যালেক্স ক্যারিকে জার্সি উপহার বিরাট কোহলির

#image_title

Virat Kohli Gifts his jersey. ( Image Source: Disney + Hotstar )

আহমেদাবাদের চতুর্থ টেস্ট ড্র। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বূর্ডার গাভাসকর ট্রফিতে ২-১-এ সিরিজ জয় ভারতের। আহমেদাবাদের বাইশগজে দুই শিবির থেকেই দেখা গিয়েছে রানের ফোয়ারা। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন উসমান খোয়াজা। জবাবে ব্যাটিং করতে নেমে দীর্ঘদিনের শাপনমোচন বিরাট কোহলির। প্রায় সাড়ে তিন বছর পর টেস্টের মঞ্চে সেঞ্চুরীতে ফিরেছেন বিরাট কোহলি। আহমেদাহাদের বাইশগজে কোহলির বিরাট প্রত্যাবর্তনের স্বাক্ষী থেকেছে সকলে। সেই ম্যাচ শেষের পরই একটি ছবি সকলের মন জিতে নিয়েছে।

অস্ট্রেলিয়ার হয়ে ১৫০ রানের গন্ডী টপকেছেন উসমান খোয়াজা। পাল্টা ব্যাটিং করতে নেমে ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। এমন প্রত্যাবর্তনের নিদর্শন নিজের কাছেই সারাজীবনের মতো রেখে দিতে চেয়েছেন দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ম্যাচ শেষ হতেই নিজের টেস্ট জার্সি উসমান খোয়াজা এবং অ্যালেক্স ক্যারিকে উপহার দিলেন বিরাট কোহলি। সেই ছবিই সকলের মন জিতে নিয়েছে এদিন। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণের সময়ই ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্ত। অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটারের হাতেই নিজের জার্সি তুলে দিলেন বিরাট কোহলি।

১৮৬ রানের ইনিংস খেলে ম্যাচের সেরার শিরোপা বিরাট কোহলির মাথায়

২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সে গোলাপী বলের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই তাঁর ব্যাটে ছিল সেঞ্চুরীর খরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম চিন টেস্টেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। বিরাট কোহলির ফর্ম নিয়েও নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছিলেন। আহমেদাবাদের বাইশগজ থেকেই সেই জবাবটা দিলেন তিনি। অস্ট্রেলিয়ার রানের পাহাড় টপকানোর দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

প্রথম ইনিংস অজি বোলারদের দাপট একা হাতেই শেষ করে দিয়েছিলেন তিনি। ১২০৪ দিন পর ফের টেস্টের মঞ্চে সেঞ্চুরীতে ফেরেন বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। ১৮৬ রানের সেঞ্চুরী ইনিংস খেলেন বিরাট কোহলি। সেই পারফরম্যান্স প্রশংসায় শুধু ভারতীয় প্রাক্তন ক্রিকেটাররা নন। গোটা বিশ্বের সমস্ত ক্রিকেটারের মুখেই ঝড়ে পড়েছিল। ম্যাচের সেরার শিরোপা যে বিরাট কোেহলির মাথাতেই উঠবে তা বলাই বাহুল্য।

সেই স্মরণীয় ম্যাচের জার্সিই উসমান খোয়াজা ও অ্যালেক্স ক্যারির হাতে তুলে দিলেন বিরাট কোহলি। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তে খুব একটা বেশী সময় নেয়নি। কেরিয়ারের ৭৫ তম টেস্ট সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের রেকর্ড ছোঁয়ার থেকে আর মাত্র ২৫ ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। শেষপর্যন্ত সেঞ্চুরীর সেঞ্চুরী তিনিও করতে পারেন কিনা সেটাই এখন দেখার।

The post উসমান খোয়াজা ও অ্যালেক্স ক্যারিকে জার্সি উপহার বিরাট কোহলির appeared first on CricTracker Bengali.

Exit mobile version