Ravindra Jadeja. (Photo Source: BCCI)
প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাকফুটে রয়েছে ভারতীয় দল। এই ম্যাচেও যে ভারত সহজেই জিততে পারবে এমনটা কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু সেখানেও উজ্জ্বল ভারতীয় দলের তারকা অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা। তৃতীয় টেস্টের প্রথম দিনই ইন্দোরে নতুন রেকর্ডের মালিক রবীন্দ্র জাদেজা। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক হলেন তিনি। একইসঙ্গে কপিল দেবের রেকরেডও ছুঁলেন এই তারকা ক্রিকেটার। এদিন ট্রেভিস হেডের উইকেট নেওয়ার পরই ৫০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছেছেন স্যার জাড্ডু।
টস জিতে এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপের বিরুদ্ধে একেবারেই এঁটে ুঠতে পারেননি তারা। তাসের ঘরের মতোই অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের সামনে ভেঙে পড়েছে টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে ভারতীয় দলের থেকে ৪৭ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে না পারলেও বল হাতে কিন্তু এদিনও যথেষ্ট সফল হয়েছেন রবীন্দ্র জাদেজা। সেইসঙ্গেই গড়েছেন একাধিক রেকর্ডও।
প্রথম দিন অস্ট্রেলিয়ার চার উইকেটই তুলে নিয়েছেন রবীন্দ্র জাদেজা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৯ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারত। বল হাতে শুরু থেকেই কিন্তু ছন্দে টিলেন রকবীন্দ্র জাদেজা। প্রথমেই ট্রেভিস হেডকে সাজঘরেরে রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। হেডকে ফেরানোর সঙ্গেই কেরিয়ারের নতুন মাইলস্টোন গড়েন জাড্ডু। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক হন তিনি। প্রথম দিন অবশ্য বল হাতে রবীন্দ্র জাদেজাই ভারতের হয়ে একমাত্র সাফল্য পেয়েছেন। ট্রেভিস হেড ছাড়াও স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে এবং উসমান খোয়াজাদের সাজঘরের রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন তিনি।
একইসঙ্গে এদিন কপিল দেবেরও একটা বিরল রেকরেড ছুঁয়েছেন তিনি। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট ও ৫০০০ রানের মালিক হয়েছেন রবীন্দ্র জাদেজা। ২৯৮টি ম্যাচ খেলেই এই নজির গড়েছেন রবীন্দ্র জাদেজা। এর আগে ভারতীয় হিসাবে একমাত্র এই রেকর্ড ছিল কপিল দেবের। ৩৫৬টি আন্তর্জাতিক ক্রিকেট খেলে কপিল দেবের ঝুলিতে রয়েছে ৯০৩১ রান ও ৬৮৭ টি উইকেট। এবার সেই আলিট তালিকাতেই নাম তুলেছেন রবীন্দ্র জাদেজা।
অল্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন রবীন্দ্র জাদেজা। কয়েকদিন নআগেই টেস্টের ম়্চে ২৫০ উইকেটের মালিক হয়েছিলেন এই তারকা অল রাউন্ডার। এছাডড়া গত ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ম্যাচে দুই ইনিংস মিলিয়েং ১০টি উইকেট তুলেছিলেন তিনি। মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দিনের শেষে চারটি উইকেটই তুলতে পেরেছে ভারতীয় দল। সেই চার উইকেটই রবীন্দ্র জাদেজার ঝুলিতে।
The post ইন্দোরে প্রথম দিনই জোড়া মাইলস্টোনের মালিক রবীন্দ্র জাদেজা, ছুঁলেন কপিল দেবের রেকর্ড appeared first on CricTracker Bengali.