BJ Sports – Cricket Prediction, Live Score

ইডেনে ৪৯তম ওডিআই সেঞ্চুরীর পাশাপাশি বিরাট কোহলির আরও ৪ নজির

ইডেনে ৪৯তম ওডিআই সেঞ্চুরীর পাশাপাশি বিরাট কোহলির আরও ৪ নজির

#image_title

Virat Kohli 49th Century. ( Image Source: Twitter )

জন্মদিনে ইডেনে সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি। সেইসঙ্গেই কেরিয়ার বিরাট মাইলস্টোন গড়েছেন এই তারকা ক্রিকেটার। বিশ্বকাপের মঞ্চেই ওডিআই ফর্ম্যাটে ৪৯ তম সেঞ্চুরী করে সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়েছেন বিরাট কোহলি। তাঁকে নিয়ে এই মুহূর্তে আপ্লুত হয়েছেন সকলে। সতবে এই একটি রেকর্ড নয়। রবিবারের ইডেন গার্ডেন্সে একাধিক রেকর্ড গড়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ৪৯টি সেঞ্চুরীর পাশাপাশি রবিবারের ইডেন গার্ডেন্সে আরও পাঁচটি রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। আর তাতেই আপ্লুত সকলে। দেখে নেওয়া যাক বিরাট কোহলি আরও যে পাঁচটি রেকর্ড গড়েছেন।

দ্বিতীয় সর্বাধিক ৫০+ রান

ইডেন গার্ডেন্সের মঞ্চে অর্ধশতরান কার পরই বিরাট কোহলির মুকুটে উঠেছিল নয়া পালক। দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে সর্বাধিক ৫০+ রান করেছেন বিরাট কোহলি। সেখানেই ১১৯ বার আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ৫০+ রান করেছেন বিরাট কোহলি। সেইসঙ্গেই টপকে গিয়েছেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার কুমার সঙ্গাকারাকে। এই মুহূর্তে বিরাট কোহলির সামনে রয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর ১৪৫বার ৫০+ রান করার রেকর্ড রয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ব্যাটার হিসাবে দ্বিতীয় সর্বাধিক রান

বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই কেরিয়ারের ৪৯তম সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। সেইসঙ্গেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরও একটা রেকর্ড গড়েছেন তিনি। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্বোচ্চ রানের মালিক এখন বিরাট কোহলি। ৩০০০-এর বেশী রান রয়েছে বিরাট কোহলির। তাঁর আগে রয়েছেন শুধুমাত্র সচিন তেন্ডুলকর।

ওডিআই বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান

ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি।  ইডেন গার্ডেন্সে কেরিয়ারের ৪৯তম সেঞ্চুরীর সঙ্গেই বিশ্বকাপের মঞ্চে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক হয়েছেন বিরাট কোহলি। ৩৪ ইনিংস খেলে বিরাট কোহলির রান রয়েছে ১৫৭৩ রান।  ২২৭৮ রান করে সবার ওপরে রয়েছেন সচিন তেন্ডুলকর। সেখানেই ১৭৪৩ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং।

ভারতের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান

ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারের অন্যতম মাইলস্টোন গড়েছেন বিরাট কোহলি। সেখানেই ওডিআই ফর্ম্যাটে ৪৯তম সেঞ্চুরী করে সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়েছিলেন বিরাট কোহলি। সেখানেই ইডেন গার্ডেন্সে ৬০০০ রানের গন্ডী টপকেছেন বিরাট কোহলি। ঘরের মাঠে ওডিআই ফর্ম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি। তাঁর আগে এখন শুধুই রয়েছেন সচিন তেন্ডুলকর।

The post ইডেনে ৪৯তম ওডিআই সেঞ্চুরীর পাশাপাশি বিরাট কোহলির আরও ৪ নজির appeared first on CricTracker Bengali.

Exit mobile version