BJ Sports – Cricket Prediction, Live Score

ইডেনে নাইটদের বিরুদ্ধে সবুজ-মেরুণ জার্সিতে মাঠে নামতে পারে লখনউ সুপার জায়ান্টস

 ইডেনে নাইটদের বিরুদ্ধে সবুজ-মেরুণ জার্সিতে মাঠে নামতে পারে লখনউ সুপার জায়ান্টস

#image_title

Lucknow Super Giants. (Image Source: IPL/BCCI)

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কী এবার জার্সি বদলে ইডেন গার্ডেমনন্সে নামতে তলেছে লখনউ সুপার জায়ান্টস। হঠাচ্ইউ একটা এমন সম্ভাবনা দেখা গিয়েছে। এই মুহূর্তে  এটিকে মোহনবাগানের অন্যতম কর্ণধার সঞ্জুব গোয়েঙ্কা। কলকাতা ময়দানেপ সঙ্গে তাঁর যোগটা অনেকদিনের। যদিও আইপিএলের মঞ্চে লখনউয়ের ফ্র্যাঞ্চাইজির কর্ণধার তিনি। এবার কলকাতায় নামতে চলেছে লখনউ সুপার জায়ান্টস। এবার কী ইডেন গার্ডেন্সে সবুজ মেরুম জার্সি পরে নামতে চলেছে লখনউ সুপার জায়ান্টস। হঠাত্ করে তেমনই একটা জল্পনা শুরু হয়ে গিয়েছে।

আগামী  ২০ মে  ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে লখনউ সুপার জায়ান্টস। প্লেঅফের দৌড়ে এবার কলকাতা নাইট রাইডার্সের থেকে এনেকটাই এগিয়ে রয়েছে লখনউ সুপার জদায়ান্টস। সেই নাইটদের বিরুদ্ধেই এবার ইডেনের দর্শকদের সমর্থন পেতেই  কী এই নতুন পরিকল্পনা সঞ্জী গোয়েঙ্কার। এতদিন ফুটবল মাঠে সবুজ-মেরুম জার্সি পরে মাঠে দপাতে দেখা গিয়েছে মোহনবাগানকে। এবার শোনাযাচ্ছে সেই জার্সি পড়েউ মাঠে নামতে পারে লখনু সুপার জায়ান্টস।

আগামী ২০ মে কেকেআরের বিরুদ্ধে নামছে লখনউ সুপার জায়ান্টস

কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে সমর্থক টানার জন্যই যে লখনউ সুপার জায়ান্টসের তরফে এমন ভাবনা রয়েছে,  তা বেশ স্পষ্ট। যদিও এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে শোনা্যাচ্ছে এই সবুজ মেরুণ জার্সি পরে মাঠা নামার অনুমতি নাকি বিসিসিআইয়ের তরফে পেয়ে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া্ হয়নি। সবুজ-মেরুণ জার্সি পরে লখনউ সুপার জায়ান্টস যদি মাঠে নামে, তবে তাদের সমর্থকদের সংখ্যা যে নাইট রাইডার্সকে ছাপিয়ে যেতে পারে তা বলার অপেক্ষা রাখে না।

এবার কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে বহু ক্ষেত্রেই তাদের থেকে প্রতিপক্ষ দলের তারকাদের জমন্য গর্শকদের গলা ফাটাতে দেখা গিয়েছে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যেমন ধোনির জন্য গোটা গ্যলারী হলুদ হয়ে গিয়েছিল। তেমনই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলার সময় বিরাট কোহলির জন্য গ্যালারীর রং লাল হয়ে গিয়েছিল। লখনউ সুপার জায়ান্টস যদি সবুজ-মেরুম জার্সি পরে মাঠে নামে, তবে গ্যালারীর চেহারা যে বদলে যেতে পারে তা বলাই যায়।

শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স জিতলেও, প্লেঅফে পৌঁছনোর একটা ক্ষীণ আশা রয়েছে। অন্যদিকে লখমনফ সুপার জায়ান্টস আসা অনেকটাই বেশী। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে সেজন্যই  হয়ত এখন ঘুটি্ সাজাতে শুরু করে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস শিবির। শেষপর্যন্ত সবুজ-মেরুণ জার্সি পরে ক্রুণাল পান্ডিয়ারা মাঠে কিনা সেটাই দেখার অপেক্ষা।

The post ইডেনে নাইটদের বিরুদ্ধে সবুজ-মেরুণ জার্সিতে মাঠে নামতে পারে লখনউ সুপার জায়ান্টস appeared first on CricTracker Bengali.

Exit mobile version