Skip to main content

সর্বশেষ সংবাদ

ইংল্যান্ডের দ্বিতীয় দিনের বোলিং পারফরম্যান্সের ব্যাপারে নিজের বক্তব্য জানালেন মাইকেল ভন

 ইংল্যান্ডের দ্বিতীয় দিনের বোলিং পারফরম্যান্সের ব্যাপারে নিজের বক্তব্য জানালেন মাইকেল ভন

Michael Vaughan. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাট করতে নেমে ৭৮ ওভারে ৮ উইকেটে ৩৯৩ রান করে ইনিংস ডিক্লেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। তাদের দলের অধিনায়ক বেন স্টোকসকে এই সিদ্ধান্তটির জন্য অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। অনেকেই মনে করেছিলেন যে স্কোরবোর্ডে ইংল্যান্ডের আরও কিছুটা রান তোলা উচিত ছিল। ক্রিজে তখনও জো রুট ছিলেন। তিনি নিজের শতরানও সম্পূর্ণ করে ফেলেছিলেন। রুট যেখানে ক্রিজে টিকেছিলেন সেখানে বেন স্টোকসের ইনিংস ডিক্লেয়ার দেওয়ার সিদ্ধান্তটি অনেকেই মেনে নিতে পারেননি। অনেকে অবশ্য ইংল্যান্ডের অধিনায়কের পাশেও দাঁড়িয়েছিলেন।

অধিনায়কের পর এইবার সমালোচনার মুখে পড়তে হয়েছে ইংল্যান্ডের বোলারদের। তারা দ্বিতীয় দিনের শুরুটা ভালোভাবে করলেও শেষটা ভালোভাবে করতে পারেননি। ৩ উইকেট হারানোর পর ম্যাচে দারুণভাবে কামব্যাক করে অস্ট্রেলিয়া। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ৩১১ রানে গিয়ে দাঁড়ায়। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন দ্বিতীয় দিন ইংল্যান্ডের বোলিং পারফরম্যান্স দেখে একদমই সন্তুষ্ট হননি। তিনি এজবাস্টনের পিচের ব্যাপারেও নিজের বক্তব্য জানিয়েছেন। দ্বিতীয় দিন জনি বেয়ারস্টো ক্যামেরন গ্রিনকে স্টাম্প করতে ব্যর্থ হন, জো রুট অ্যালেক্স কেরির ক্যাচ ফেলে দেন এবং স্টুয়ার্ট ব্রড নো বল করায় উসমান খাওয়াজা একটি জীবনদান পান।

বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে মাইকেল ভন বলেন, “ইংল্যান্ড সেই সুযোগগুলি মিস করার জন্য অনুতাপ করবে। এই পিচটি খুব সমতল। আমার উদ্বেগের কারণ হল তাদের শরীর। তাদের বিবর্ণ দেখাচ্ছিল এবং ছয় সপ্তাহ ধরে যে পাঁচ ম্যাচের সিরিজ চলবে সেখানে এটি তাদের প্রথম দিন ছিল। আমি আজ অলি রবিনসনের বোলিং দেখে কিছুটা উদ্বিগ্ন হয়েছিলাম। তাকে অনেকটা পিচের বাইরে চলে যেতে দেখা গিয়েছিল। আমি নিশ্চিত নই যে তার গোড়ালিতে কোনো সমস্যা আছে কিনা।”

তিনি আরও বলেন, “সমস্যা হল এই পিচটি সিমারদের জন্য এতই ধীর এবং কঠিন, যখন আপনি বাউন্সার বল করতে যাবেন তখন এটি আপনাকে সমস্যার মধ্যে ফেলে দেবে। যদি তারা আগামী ছয় সপ্তাহ ধরে এই পিচে খেলতে থাকেন তবে আমি নিশ্চিত যে অনেক সিমাররাই কার্যকর হয়ে উঠতে পারবেন না।”

একটি দুরন্ত শতরান করেছেন উসমান খাওয়াজা

টপ অর্ডারের বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও উসমান খাওয়াজা ব্যাট হাতে সফল হয়েছেন। তিনি ২৭৯ বলে ১২৬ রান করে এখনও ক্রিজে টিকে রয়েছেন।

ট্র্যাভিস হেড ৬৩ বলে ৫০ রানের একটি দারুণ ইনিংস খেলেন। ক্যামেরন গ্রিন ৬৮ বলে ৩৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। কেরি ৮০ বলে ৫২ রান করে ক্রিজে টিকে রয়েছেন।

The post ইংল্যান্ডের দ্বিতীয় দিনের বোলিং পারফরম্যান্সের ব্যাপারে নিজের বক্তব্য জানালেন মাইকেল ভন appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...