Shubman Gill. ( Photo Source: Twitter)
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলছে ভারতীয় দলের। এরপরই ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের সিরিজে নামবে টিম ইন্ডিয়া। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে সম্পূর্ণ দলই খেলানোর পরিকল্পনা রয়েছে, একইসঙ্গে দলের সিনি.র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার পরিকল্পনাও রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। শোনাযাচ্ছে আয়াপল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজে হার্দিক পান্ডিয়া ও সুভমন গিলকে বিশ্রাম দিতে পারেন নির্বাচকরা। ওয়ার্কলোড ম্যানেজমেন্চের কতা মাথায় রে্খেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
আগদামী অহস্ট মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ রয়েছে। সেখানে যে রোহিত সর্মা, বিরাট কোহলিদের বিশ্রাম দেওয়া হবে তা তো আগে থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এবার শোনাযাচ্ছে ভারতীয় দলের এই দুই তারকা ক্রিকেটারকেও বিশ্রাম দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও শেষপর্যন্ত কী হয় তা সিুরিজের জন্য দল ঘোষণা হওয়ার পরই বোঝা যাবে। এই বছরে ভারতীয় দলের হয়ে একটনবা ম্যাচ খেলে চলেছেন শুভমন গিল।
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলছেন শুভমন গিল
গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধেও রয়েছেন তিনি। সেখানে চেস্টের পাশাপাফিস ওডিআই ও টি টোয়েন্টি সিরিজেও খেলবেন শুভমন গিল। টেস্টে না তাকলেও হার্দিক পান্ডিয়া ভারতী দলের হয়ে একদিন এবং টি টোয়েন্টি সিরিজে খেলবেন। সেখানে টি টোয়েন্টির মঞ্চে হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন। এই বছর ঘরের মাঠে বিশ্বকাপের ম়্চে নামতে হবে টিম ইন্ডিয়াকে। সেখানেই ক্রিকেটারদের নিয়ে অত্যমন্ত সাবধানী ভারতীয় দলের নির্বাচকরা। সরকারীভাবে না জানানো হলেও এবারের আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজে এই দুই তারকা ক্রিকেটারকে না খেলানোর পরিকল্পনাই রয়েছে।
ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ গিয়েছেন অজিত আগরকর। সেখানেই রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে নানান বিষয় নিয়ে ালোচনা হবে। বিশ্বকাপের দল গঠন নিয়েও য়ে একপ্রস্থ আলোচনা সেখানে হবে তা বলার অপেক্ষা রাখে না। সেই অনুয়ায়ীই শোনাযাচ্ছে যে আসন্ন আয়ারল্যান্ড সিরজে হার্দিক পান্ডিয়া শুভমন গিলকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে। কারণ বিশ্বকাপের আগে আবার এসিয়া কাপের ম়ঞ্চে নামতে চলেছে ভারতীয় দলের এই দুই তারকা ক্রিকেটার।
সবকিছু হিসাব করেই বিরাট, রোহিত শর্মাদের পাশাপাশি এবার এই দুই তারকা ক্রিকেটারকেও বিশ্রাম দেওয়ার একটা ভাবনা রয়েছে। শেষপপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন এখন সকলে।
The post আয়ারল্যান্ডের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া ও শুভমন গিলকে বিশ্রামের পরিকল্পনা appeared first on CricTracker Bengali.