ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে অভিষেক করেছিলেন প্রতিভাবান বাঁ-হাতি ব্যাটার তিলক ভার্মা। সেই সিরিজে তিনি অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। এই ২০ বছর বয়সী ব্যাটার সেই সিরিজে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। তিনি ৫টি ম্যাচ খেলে ১৭৩ রান করতে সক্ষম হয়েছিলেন।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজেও তিনি সুযোগ পেয়েছেন। প্ৰথম ম্যাচের প্ৰথম একাদশে তিনি জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু এই সিরিজে তিনি শুরুটা ভালোভাবে করতে পারেননি। নিজের প্ৰথম বলে ক্রেগ ইয়ংয়ের শিকার হন এই প্রতিভাবান ব্যাটার।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিষেক নায়ার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্ৰথম টি-২০ ম্যাচটিতে তিলক ভার্মার আউট হওয়া নিয়ে মুখ খুলেছেন। এছাড়াও তিনি অধিনায়ক জসপ্রীত বুমরাহের তিলককে তিন নম্বরে এবং সঞ্জু স্যামসনকে চার নম্বরে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
জিও সিনেমাকে অভিষেক নায়ার বলেন, “আমি অনেক সিদ্ধান্ত নিয়ে অবাক হয়েছি। আপনি তিলক ভার্মাকে ৪ নম্বরে ভালো করতে দেখেছেন এবং সঞ্জু স্যামসন এমন একজন যিনি ৩ নম্বরে ব্যাট করেছেন। তিনি ডান-হাতি বা বাঁ-হাতি কিনা তা বিবেচ্য নয়। তাকে চারে ব্যাট করতে দিন। সে ভালো করছে। ব্যাটিং অর্ডার নিয়ে বেশি পরীক্ষা করবেন না।”
তিনি আরও বলেন, “তারা আপনাকে বলে আপনি যতই ভালো ক্রিকেটার হোন না কেন, আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে। এখানে তিলক ভার্মা নিশ্চিতভাবে হতাশ হবেন কিন্তু তিনি এক্ষেত্রে তেমন কিছু করতে পারতেন না। আমরা যেমন বলি, এটা ছিল দুর্ভাগ্যজনক আউট।”
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম টি-২০ ম্যাচটিতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ রানে জয় পেয়েছে ভারত। এই ম্যাচটিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক জসপ্রীত বুমরাহ। পল স্টার্লিংয়ের নেতৃত্বাধীন দল ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান করতে সক্ষম হয়েছিল। বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং রবি বিষ্ণোই ২টি করে উইকেট শিকার করেছিলেন। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন ব্যারি ম্যাককার্থি। তিনি ৩৩ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন।
যশস্বী জয়সওয়াল ২৩ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। রুতুরাজ গায়কওয়াড় এবং সঞ্জু স্যামসন যথাক্রমে ১৬ বলে ১৯ রান এবং ১ বলে ১ রান করে অপরাজিত ছিলেন।
The post আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম টি-২০ ম্যাচে তিলক ভার্মার আউট হওয়া নিয়ে মুখ খুললেন অভিষেক নায়ার appeared first on CricTracker Bengali.