Besn Stokes. ( Image Source: Twitter )
ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ব্রিটিশ তারকা ক্রিকেটার বেন স্টোকস। তাঁর হাত ধরে ইংল্যান্ড যেমন সাফল্যের রাস্তায় হাঁটতে শুরু করেছে, তেমনই নতুন রেকর্ড গড়েই চলেছেন এই তারকা ব্রিটিশ ক্রিকেটার। অ্যাশেদেজের আগে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ইংল্যান্ড। সেখানেই আইরিশ বাহিনীকে বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে ব্রিটিশ বাহিনী। আর সেই ম্যাচ জেতার সঙ্গেই বেন স্টোকসের মুকুটে নয়া পালক। টেস্ট ক্রিকেটের প্রথম অধিনায়ক হিসাবে গোটা ম্যাচে ব্যাটিং এবং বোলিং না করার রেকর্ড গড়লেন এই তারকা ক্রিকেটার।
গতবার অ্যাশেজে ইংল্যান্ডের ভরাডুবি হওয়ার পরই ইংল্যান্ড ক্রিকেট দলে নানান পরিবর্তন এসেছিল। জো রুট নেতৃত্বের ভার ছেড়ে দিয়েছিলেন। সেই জায়গাতেই বেন স্টোকসকে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছিল ব্রিটিশ ক্রিকেট সংস্থা। সেই দায়িত্ব একেবারে দক্ষহাতে পালন করেছেন বেন স্টোকস। সামনেই রয়েছে অ্যাশেজের মঞ্চ। সেখানে নামার আগেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র ম্য়াচের টেস্ট ছিল ইংল্যন্ডের সামনে শেষ প্রস্কুতি মঞ্চ। সেখানেই ১০ উইকেটে আয়ারল্যান্ডকে হারাল ইংল্যান্ড।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসও ব্যাটিং, বোলিং করতে হয়নি বেন স্টোকসকে
এই ম্যাচে যেমন একবারও বল হাতে দেখা যায়নি বেন স্টোকসকে। তেমনই ব্যাটিং করতেও মাঠে নামতে হয়নি এই তারকা ব্রিটিশ ক্রিকেটারকে। আর সেটাও এবার এক নতুন রেকর্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনোই এমন চিত্রটা দেখা যায়নি। সেটাই দেখা গেল এদিন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং থেকে বোলিং কোনওকিছুই করতে হল না বেন স্টোকসকে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমনটা একেবারেই দেখা যায়নি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এবার সেটাই হল।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমোে বোলিংয়ের সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। সেখানেই আইরিশ ক্রিকেটারদের মাথা তুলে দাঁড়ানোর সুযোগটাই দেয়নি ব্রিটিশ বাহিনী। মাত্র ১৭২ রানেই সেষ হয়ে গিয়েছিল আয়ারল্যান্ডের প্রথমং ইনিংস। সেই রানের জবাবে ব্যাটিং করতে নেমেই ব্রিটিশ ব্যাটাররা ছিল বিদ্বংসী মেজাজে। অলি পোপেসর দ্বিশতরানে ভর করে ইংল্যান্ড রানের পাহাড় গড়ে তুলেছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ৫২৪ রান করে ইনিংস ঘোষণা করেছিল ব্রিটিশ বাহিনী।
এরপর অবশ্য আয়ারল্যান্ডের মার্ক এডর ও অ্যান্ডি মার্কবানি একটা চেষ্টা করেছিলেন, কিন্তু ইংল্যান্ডকে হারানো তাদের কাছে সম্ভব ছিল না। মাত্র ১২ রানের লিড নিতে পেরেছিল আয়ারল্যান্ড। ১০ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছিল ইংল্যান্ড। এই ইনিংসেও ব্যাটিং করার কোনও প্রয়োজন পড়েনি বেন স্টোকসের। আর তাতেই এবার নতুন রেকর্ডের মালিক ব্রিটিশ অধিনায়ক। আগামী১৬ জুন এই বেন স্টোকসের নেতৃত্বেই অ্যাশেজের প্রথম ম্যাচে নামতে চলেছে ইংল্যান্ড।
The post আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারানোর মঞ্চে টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড অধিনায়ক বেন স্টোকসের appeared first on CricTracker Bengali.