Mohammed Shami. (Photo by CHRISTIAAN KOTZE/AFP via Getty Images)
সবকিছু ঠিকঠাক চললে চতুর্থ টেস্টেই ভারতীয় শিবিরে ফিরতে চলেছেন মহম্মদ সামি। আহমেদাবাদে আগামী ৯ মার্চ থেকে শুরু হতে চলেছে চতুর্থ টেস্ট। সেই টেস্টে জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র যোগার করতে পারবে ভারতীয় দল। সেই মঞ্চেই মহম্মদ সামিকে ভারতীয় দলে ফেরানোর ইঙ্গিত টিম ম্যানেজমেন্ট তরফে। শোনাযাচ্ছে আহমেদাবাদে নাকি স্পোর্টিং উইকেটই করা হবে। সেখানে সামিকে ফেরানো নিয়েই শুরু হয়ে গিয়েছে জল্পনা। তৃতীয় টেস্টে ইন্দোরে মহম্মদ সামিকে বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে ক্রিকেটারদের ওয়ার্কলোড ্মযানেজেন্চের দিকেই বাড়তি নজর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেজন্যই তৃতীয় ম্যাচে মহম্মদ সামিকে্ বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাঁর জায়গাতেই ভারতীয় শিবিরে এসেছিলেন উমেশ যাদব। ভারতীয় দলের হয়ে খুব একটা খারাপ পারফরম্যান্সও দেখাননি তিনি। যদিও চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহম্মদ সামির ওপরই ভরসা রাখতে চলেছে ভারতীয় শিবির। মহম্মদ সামির প্রত্যাবর্তনের সহ্গেই শুরু হয়েছে আরও একটা জল্পনা।
দুই টেস্ট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে ৭ উইকেট রয়েছে মহম্মদ সামির
কার জায়গায় ভারতীয় দলে ফিরবেন মহম্মদ সামি। তাঁরক জায়গায় য়ে উমেশ যাদব এসেছিলেন, তিনিও যথেষ্ট ভাল পারফরম্যান্সই দেখিয়েছিলেন। প্রথম ইনিংস মাত্র ৫ ওভার বোলিম করে ১২ রান দিয়ে একাই তিন উইকেট তুলে নিয়েছিলেন উমেশ যাদব। আর তাতেই শুরু হয়েচে জল্পনা। যদিও শোনাযাচ্ছে এই ম্যাচে মহম্মদ সামি ও উমেশ যাদব জুটিকেই খেলানোর বাবনা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। এই সিরিজে এখনও পর্যন্ত মহম্মদ সিরাজকে সফল হতে দেখা যায়নি।
গোটা সিরিজে এখনও পর্যন্ত মাত্র ২৪ োভারই বোলিং করেছেন মহম্মদ সিরাজ। যদিও সেভাবে সাফল্য পাননি তিনি। শোনাযাচ্ছে তাঁর পরিবর্তেই এই সিরিজে ফিরতে চলেছেন মহম্মদ সামি। মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা চলছে টিম ম্যামেজমেন্টের তরফে। এছাড়া আইপিএলে েই মাঠে খে্লার অভিজ্ঞতা রয়েছে মহম্মদ সামির। সেটাই এই ম্যাচে কাজে লাগবে বলে মনে করছেন সকলে। এখনও পর্যন্ত এই সিরিজে ভারতীয় পেসার হিসাবে সবচেয়ে সফল হয়েছেন মহম্মদ সামি।
নাগপুর ও দিল্লি টেস্ট মিলিয়ে সাতটি উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি। তাঁর গড়ে রয়েছে ১৪.৪২। আহমেদাবাদের শুষ্ক প্রকৃতির উইকেটে মহম্মদ সামিই ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠতে পারে। বিশেষ করে তাঁরক রিভার্স সুইং এখানে অস্ট্রেলিয়াকে বিপদে ফেলতে পারে বলেও মনে করছেন অনেকে। চতুর্থ টেস্টেই মহম্মদ সামি ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার।
The post আহমেদাবাদ টেস্টেই ভারতীয় দলে ফিরতে চলেছেন মহম্মদ সামি appeared first on CricTracker Bengali.