Narendra Modi. ( Image Source: Twitter )
আহমেদাবাদে ভারত বনাম অস্ট্রেলিয়া শেষ টেস্ট ঘিরে উন্মাদনার পারদ এখন তুঙ্গে। এই টেস্ট জিততে পারলেই সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জায়গা পাকা করবে ভারতীয় দল। সেই ম্যাচ ঘিরে যেমন উত্তেজনার পারদ তড়তে শুরু করেছে, তেমনই ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচেই উপস্থিত থাকতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তাদের উপস্থিতি যে এই ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলেছে তা বলার অপেক্ষা রাখে না। শোনাযাচ্ছে এই ম্যাচে নাকি প্রথম দিন ধারাভাষ্যও দিতে পারেন নরেন্দ্র মোদী।
ঘোষণাটা অমনেক আগে থেকই হয়ে গিয়েছে। আহমেদাবাদ স্টেডিয়ামকে ইতিমধ্যেই নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর উপস্থিতি যে এই ম্যাচকে আরও বেশী হেভিওয়েট করে তুলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গেই এবার শোনাযাচ্ছে প্রথম দিন নাকি ধারাভাষ্যের ভূমিকাতেও দেখা যেতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যদিও সরকারীভাবে এখনও পর্যন্ত তেমনভাবে কিছু জানানো হয়নি। তবে এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও
আর এই খবর শোনার পর থেকেই যে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ উন্মাদনা আরও বেড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় খেলোয়াড়দের সবসময়ই নাানাভাবে উত্সাহিত করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সোজাসুজি কমেন্ট্রি বক্সে! শোনা তো তেমনটাই যাচ্ছে। প্রথম দিন কিছুক্ষণ ম্যাচের ধারাভাষ্যকারের দায়িত্ব সামলাতে পারেন তিনি।
ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার কাছে শোচনীয় হার হয়েছে ভারতীয় দলের। স্পিনিং ট্র্যাকে কার্যত নিজেদের পাত ফাঁদে নিজেরাই পড়েছিলেন তারা। অস্ট্রেলিয়ার কাছে সেই ম্যাচে ৯ উইকেটে হেরে গিয়েছিল ভারতীয় দল। তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। এই ম্যাচে নামার আগে সেদিকেই বাড়তি নজর রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সেজন্য তো ইন্দোর টেস্ট হারের পর সময় নষ্ট না করে দল নিয়ে সেখানেই প্রস্তুতিতে নেমে পড়েছিলেন রাহুল দ্রাবিড়।
এই ম্যাচেই ভারতীয় শিবিরে জোড়া পরিবর্তনও আসতে চলেছে। তৃতীয় ম্যাচে বিশ্রামে থাকলেও আহমেদাবাদেই দলে ফিরতে চলেছেন মহম্মদ সামি। অন্যদিকো এখনও পর্যন্ত সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন কেএস ভরত। তাঁর পরিবর্তে এই টেস্ট সিরিজেই ভারতের হয়ে অভিষেক হতে পারে ঈশান কিষাণের। অন্যদিকে গত ম্যাচের জয়ই এখন অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের যে আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
The post আহমেদাবাদে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্টে ধারাভাষ্য দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী appeared first on CricTracker Bengali.