Steve Smith. (Photo Source: Twitter)
লক্ষ্য স্থির স্টিভ স্মিথের। প্রথম দুই ম্যাচে ভারতের কাছে শোচনীয় হারের স্বাক্ষী থেকেছে অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচ সুরু হওয়ার আগেই পারিবারিক কারণের জন্য দেশে ফিরে গিয়েছেন প্যাট কামিন্স। তাঁর পরিবর্তে দীর্গদিন পর ফের অস্ট্রেলিয়ার অঘধিনায়ক হিসাবে প্রত্যাবর্তন হয়েছে স্টিভ স্মিথের। তাঁর হাত ধরেই জয়ের রাস্তাতেও ফিরেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে আহমেদাবাদে নামতে চলেছে অস্ট্রেলিয়া। সেই ম্যাচ জিতে সিরিজ ড্র করাই এখন প্রধান লক্ষ্য অস্ট্রেলিয়ার তারকা অধিনায়ক স্টিভ স্মিথের।
যদিও শেষপর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে। তবে ভারতের মাটিতে টেস্ট সিরিজ ড্র করাই য়ে অস্ট্রেলিয়ার কাছে অন্যতম বড় সাফল্য হবে তা মানতে কোনও দ্বিধা নেই স্ট্যান্ডবাই অধিনায়ক স্টিভ স্মিথের। ২০০৪ সালে শেষবার ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পেরেছিল অস্ট্রেলিয়া। এরপর আর তা পারেনি তারা। সিরিজ জয়ের সম্ভাবনা অস্ট্রেলিয়ার নেই। ভারতের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ ড্র করাই এখন প্রধান লক্ষ্য অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের।
ভারতের বিরুদ্ধে সিরিজ ড্রয়ের প্রস্তুতিতেই স্টিভ স্মিথ
ভারতের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল অস্ট্রেলিয়া বাহিনী। তৃতীয় টেস্টের প্রথম দিন থেকেই ছিল ঘূর্ণি উইকেটে বিপাকে পড়েছিল ভারতীয় দল। কার্যত নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়েছিল টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত ৯ উইকেটে হারতে হয়েছিল ভারতকে। স্টিভ স্মিথের হাত ধরেই ভারতীয় দলের বিজয়রথ থামিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। এবার সামনে রয়েছে আহমেদাবাদ টেস্ট। সেই ম্যাচ জিতে সিরিজ সমতায় আমাই পাখির চোখ স্টিভ স্মিথের। কার্যত এখন থেকেই লক্ষ্য স্থির করে ফেলেছেন তিনি।
স্টিভ স্মিথ জানিয়েছেন, “ভারতে এসে সেখানে সিরিজের দুটো টেস্ট জিততে পারাটাই আমাদের কাছে কাছে বিরাট একটা প্রাপ্তি হবে। শুধু আমাদেরই নয়, যেকোনও সফরকারী দলের কাছেই সেটা বড় প্রাপ্তি হবে। দূর্ভাগ্যবশত এই সিরিজের প্রথম দিকে আমরা সেটা করতে পারিনি। কিন্তু এখন আমাদের কাছে জয়ের সুযোগ রয়েছে। ভারতের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ ড্র করতে পারাটাই আমাদের কাছে বিরাট প্রাপ্তি এবং সেটাই আমাদের বিশেষ আত্মবিশ্বাস যোগাবে”।
১৮ বছরের সিরিজ জয়ের খরা এবারও অস্ট্রেলিয়া কাটাতে পারবে না। স্টিভ স্মিথ অবশ্য এখন থেকেই ভারতের বিরুদ্ধে সিরিজ ড্রয়ের পরিকল্পনা করা শুরু করে দিয়েছেন। গতম্যাচে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়টা যে তাদের সকলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
The post আহমেদাবাদে নামার আগে লক্ষ্য স্থির স্টিভ স্মিথের appeared first on CricTracker Bengali.