Jasprit Bumrah. ( Mumbai Indians/Twitter )
চোটের জন্য এবারের আইপিএলে নেই জসপ্রীত বুমরাহ। তাঁর অনুপস্থিতি যে মুম্বি ইন্ডিয়ান্স প্রতি ম্যাচেই অনুভব করছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু চোটের জন্য শেষপর্যন্ত মাঠে নামা সম্ব হয়নি। বািশ গজের লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে সাহায্য করতে পারছেন না তিনি। সেজন্য মাঠের বাইরে থেকেই এবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গলা ফাটাতে প্রস্তুত জসপ্রীচ বুমরাহ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সকে সমর্থন করতে গ্যলারীতে উপস্থিত জসপ্রীত বুমরাহ। আর সেই ছবি দেখেই আপ্লুত সকলে।
গত বছরের সেপ্টেম্বর মাস থেকেই মাঠের বািরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। কোমড়ের সমস্যার জেরেই এবারের মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। দেশের জার্সির পাশাপাশি এবারের আইপিএলেও খেলতেও পারবেন না তিনি। সামনেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।সেখানেও দেখা যাবে না ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। যদিও শোনাযাচ্ছে বিশ্বকাপের আগেি সুস্থ হয়ে উঠতে পারেন জসপ্রীত বুমরাহ। এদিন রোহিত শর্মাদের আত্মবিশ্বাস বাড়াতেই মাঠে হাজির জসপ্রীত বুমরাহ।
২০২২ সালের সেপ্টেম্বর থেকে ভারতীয় দলে নেই জসপ্রীত বুমরাহ
গ্যলারীতে বসেই মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখলেন জসপ্রীত বুমরাহ। ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকেই মাঠের বাইরে ভারতীয় দলের প্রধান তারকা পেসার জসপ্রীত বুমরাহ। এশিয়া কাপ শুরু হওয়ার আগেই পিঠের সমস্যার জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা পেসার। যদিও রিহ্যাব সেরে তারপর ফের ভারতীয় দলে ফিরেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে্ টি টোয়েন্টি সিরিজেও খেলেছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ সুরু হয়ার আগেই চিটকে গিয়েছিলেন এই তারকা পেসার। এরপর থেকেই আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি জসপ্রীত বুমরাহকে।
𝗕𝗢𝗢𝗠 𝗕𝗢𝗢𝗠… 𝘽𝙐𝙈𝙍𝘼𝙃 🤩💙#OneFamily #GTvMI #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL @Jaspritbumrah93 pic.twitter.com/dxcJ20jSia
— Mumbai Indians (@mipaltan) April 25, 2023
বছরের শুরুতেও তাঁকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে স্কোয়াডে রাখা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত মাঠে নামতে পারেননি এই তারকা ক্রিকেটার। এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় জসপ্রীত বুমরার। নিউ জি্ল্যান্ডে সফল অস্ত্রোপচার হয়েছিল ভারতীয় দলের এই কতারকা ক্রিকেটারের। এরপর প্রায় ৪২ দিনের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছিল তাঁকে। এই চোটের ফলে এবারের আইপিএলেও নেই জসপ্রীত বুমরাহ। অবশেষে স্বস্তির খবর এসেছিল ভারতীয় শিবিরে। গত দুই সপ্তাহ আগে থেকেই এনসিএ-তে রিহ্যাব শুরু করে দিয়েছেন জসপ্রীত বুমরাহ। সেই রিহ্যাবের মাঝেই মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ।
The post আহমেদাবাদে গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের গ্যালারীতে জসপ্রীত বুমরাহ appeared first on CricTracker Bengali.