Aakash Chopra. (Photo Source: Facebook)
সদ্য কয়েকদিন আগে শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়য়নশিপের ফাইনাল। ফাইনালের মঞ্চে পৌঁছলেও শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে হেরেই মাঠ ছাড়তে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ইংল্যান্ডের মাঠে সেই ফাইনালের মঞ্চে ২০৯ রানে হেরে গিয়েছিল ভারতীয় দল। এর ৪৮ ঘন্টার মধ্যেই আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচীও প্রকাশ হয়ে গিয়েছে। সেখানেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০২৩-২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে আগামী ১২ জুলাই প্রতম টেস্টে নামবে টিম ইন্ডিয়া।
সেই টেস্ট শুরু হওয়ার আগেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী করছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে গোটা মরসুমে রোহিত শর্মা ভারতীয় দলের টেস্ট অধিনায়ক থাকবেন না। ২০২৩-২০২৫ সা পর্যন্ত চলবে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেখানেই গোটা মরসুমে রোহিত শর্মার ভারতীয় টেস্ট দলের অধিনায়ক থাকা সম্ভব নয় বলেই মনে করছেন এই ভারতীয় প্রাক্তন ক্রিকেটার। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
রোহিত শর্মার নেতৃত্বেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হেরেছিল ভারত
২০২১ সালের শেষে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে হারের পরই ভারতীয় দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই ছিল দেখার। এরপরই ভারতীয় দলের সব ফর্ম্যাটের অধিনায়ক হয়েছিলন রোহিত শর্মা। সেই থেকেই তাঁর নেতৃত্বে নামছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চেও এই রোহিত শর্মার নেতৃত্বে মাঠে নেমেছিল ভারতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া।
এবার ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। তার আগে থেকেই অবশ্য রোহিত শর্মাকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে সমালোচনায় সরব হয়েছে সকলে। ইতিমধ্যেই তাঁর নেতৃত্ব নিয়েও নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। সেি সুরেই খানিকটা সুর মিলিয়েছেন আকাশ চোপড়াও। তাঁর মতে এই আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পয়নশিপের গোটা মরসুমে রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক থাকতে পারবেন না।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “রোহিত শর্মা একজন ভাল অধিনায়ক, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। রোহি্ত শর্মা যে একজন ভার টেস্ট ব্যাটার তা নিয়েও সন্দেহের কোনও অবকাশ নেই। কিন্তু ভবিষ্যত্ কী হবে তা কেউ জানে না। কিন্তু তাঁর অধিনায়কের ভবিষ্যত নিয়ে আমি ১০০ শতাংশ নিশ্চিত হতে পারছি না। কারণ শেষ দুটো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে্ই জিততে পারেনি ভারতীয় দল। সেইসঙ্গে বয়সও একটা ফ্যাক্টর”।
The post আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে গোটা মরসুম রোহিত অধিনায়ক থাকবেন না, মত আকাশ চোপড়ার appeared first on CricTracker Bengali.