Kane Williamson. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)
আইপিএল চলাকালীনই বড়সড় চোট পেয়েছি্লেন কেন উইলিয়ামসন। মাত্র একটি ম্যাচ খেলেই ইপিএলের মঞ্চ থেকে বিদায় নিতে হয়েচিল এই তারকা ক্রিকেটারকে। আর সেই চোটই এার কেন উইলিয়ামসনের বিশ্বকাপের মঞ্চে নামার সামনেও একটা বড়সড় জিজ্ঞাসাচিহ্ন একে দিয়েছে। যদিও বিশ্বকাপর শুরু হতে এখনও অনেক দিন বাকি রয়েছে। নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন কিন্তু মাঠে নামাার ব্যপারে যথেষ্ট ইতিবাচক। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও ওডিআই বিশ্বকাপের মাঠে নামার ব্যপারে এখনও পর্যন্ত আশাবাদী কেন উইলিয়ামসন।
সবকিছু ঠিকঠাক চললে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। দীর্ঘ ১২ বছর পর ভারতের মাটিতে হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। কিন্তু সেখানেই নিউ জিল্যান্ডের হয়ে কেন উইলিয়ামসন নামতে পারেন কিনা সেদিকেই এখন তাকিয়ে সকলে। যদিও তাঁকে নিয়ে অনিশ্চয়তা এখনও পর্যন্ত সেভাবে কাটেনি। যদিও নিউ জিল্যান্ডের অধিনায়ক কিন্তু সেই আশা এখনও পর্যন্ত ছাড়েননি। গুরুতর চোট পেলেও এখন পর্যন্ত নিজেকে সারিয়ে তোলার চেষ্টা মরিয়া হয়ে রয়েছেন তিনি।
গত এপ্রিল মাসেই অস্ত্রোপচার হয়েছে কেন উইলিয়ামসনের
এবারের আইপিএলে গুজরাত টাইটান্স শিবিরে ছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু সেখানে দ্বিতীয় ম্যাচ চলাকালীনই এবার পেশীতে বড়সড় চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। আর সেই চোটেই এবারের মতো আইপিএলের যাত্রা শেষ হয়েছিল এই তারকা ক্রিকেটারের। গত মে মসেই অস্ত্রোপচার হয়েছে নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উিলিামসনের। কিন্তু এখনও পর্যন্ত তিনি বিশ্বকাপের মঞ্চে খেলতে পারবেন রকিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। তবে কেন উইলিয়ামসন কিন্তু নিজেকে নিয়ে এখনও পর্যন্ত যথেষ্ট আশাবাদী।
এই প্রসঙ্গে কেন উইলিয়ামসন জানিয়েছেন, এই মুহূর্তে প্রতি সপ্তাহে নিজেকে ধীরে ধীরে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর আগে কখনোই এত বড় চোটের কবলে আমি কখনও পড়িনি। কিন্তু অন্যান্য ক্রিকেটারদের এমন পরিস্থিতিতে পড়াপ কথা শুনেছি। এই যাত্রাটা এখনও বেশ দীর্ঘ রয়েছে। সেজন্য সেদিকে যত বেশী তাকানো হবে, ততই চিন্তা বাড়বে।
কেন উইলিয়াসনের দিকে যে এই মুহর্তে নিউ জিল্যান্ড টিম ম্যানেজমেন্টও তাকিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কিউই শিবিরের অন্যতম সেরা অস্ত্র হলেন তিনি। একদিনের ক্রিকেটের ফর্ম্যাটে ৬২৫৪ রান রয়েছে ৩২ বর্ষীয় এই তারকা কিউই ক্রিকেটারের ব্যাটে। তিনি না থাকলে যে সেটা নিউ জিল্যান্ড শিবিরের কাছে অন্যতম বড় একটা অস্বস্তির কারণ হতে পাারত তা বলার অপেক্ষা রাখে না।
The post আসন্ন বিশ্বকাপে খেলা নিয়ে আশাবাদী কেন উইলিয়ামসন appeared first on CricTracker Bengali.