Sunil Gavaskar. (Photo Source: Getty Images)
হাতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। এরপরই আইপিএলের লড়াই শুরু হতে চলেছে। সেি মঢ্চে নামার আগেই বড়সড় ধাক্কা খেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পিঠের চোটের জন্য বাইশগজের লড়াই থেকে আপাতত বেশ কয়েকদিনের জন্। ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। তাঁর অভাব যে মুম্বই ইন্ডিয়ান্স এই মরসুমে অনুভব করবে তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। যদিও সেই কথা ভুলেই রোহিত শর্মাদের দলগতভাবে খেলার পরামর্শই দিচ্ছেন প্রাক্তন এই কিংবদমন্তী ক্রিকেটার। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
গতবারের আইপিএলে সবতেয়ে খারাপ পারফরম্যান্স দেখিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারকাখচিত দল মাঠে নামলেও শেষরক্ষা করতে পারেনি তারা। লিগ টেবিলের লাস্ট বয়ের তকমাই ছিল মুম্বই ইন্ডিয়ান্সের গায়ে। এবার সেই পরিস্থিতি ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেকানে জসপ্রীত বুমরাহ খেলবেন না মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। এমন পরিস্থিতিতে আইপিএলের মঞ্চে তাঁর মতো তারকা পেসারের অভাব যে মুম্বই ইন্ডিয়ান্স অনুভব করবে, তা বলতে দ্বিধা নেই সুনীল গাভাসকরের।
চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ
গতবার এশিয়া কাপ শুরু হওয়ার আগেই পিঠের চোটের জন্য ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। যদিও সেই প্রতিযোগিতার পর ভারতীয় দলে ফিরেছিলেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলার আগেই ফের ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটারষ টি টোয়েন্টি বিশ্বকাপেও জসপ্রীত বুমরাহকে ছাড়া মাঠে নামতে হয়েছিল ভারতীয় দলকে। তাঁর অভাব প্রতিটা ম্যাচেই অনুভব করেছিল ভারতীয় দল। প্রায় ছয় মাস হয়ে গেল মাঠের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। এবারের আইপিএলেও নেই তিনি। এমন পরিস্থিতিতেই বিশেষ বার্তা দিয়েছেন সুনীল গাভাসকর।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “গত মরসুমে কী হয়েছিল সেটা ভুলে যেতে হবে তাদের। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে যে তারা একটা দল হিসাবে কত ভাল পারফরম্যান্স দেখাতে পারে। তারা অবশ্যই জসপ্রীত বুমরার অভাব অনুভব করবে এই মরসুমে। কিন্তু তাদের সেই দল রয়েছে যেখানে তারা ফের একবার আইপিএল চ্যাম্পিয়ন হতে পারে। আমাদেরকে প্রথম তিনের মধ্যে দেখতে পাচ্ছি। কারণ গতবছরের পারফম্যান্সের পর এখানে তাদের অনেককিছু প্রমাণ করার আছে”।
কয়েকদিন আগেই নিউ জিল্যান্ডে অস্ত্রোপচার হয়েছে জসপ্রীত বুমরার। ভারতীয় দলের জন্য তিনি যে কতটা গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার তা বলার অপেক্ষা রাখে না। সেজন্যই তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বোর্ডও। সফল অস্ত্রোপচার হয়েছে জসপ্রীত বুমরার। ।যদিও রিহ্যাব কবে থেকে শর করতে পারবেন তা এখনই জানা সম্ভব হয়নি। শোনাযাচ্ছে অগস্ট থেকেই প্রস্তুতি শুরু করতে পারেন জসপ্রীত বুমরাহ। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
The post আসন্ন আইপিএলে জসপ্রীত বুমরার অভাব অনুভব করবে মুম্বই ইন্ডিয়ান্স, মত সুনীল গাভাসকরের appeared first on CricTracker Bengali.