BJ Sports – Cricket Prediction, Live Score

আসন্ন আইপিএলের মঞ্চে রোহিত শর্মার সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী সুনীল গাভাসকর

 আসন্ন আইপিএলের মঞ্চে রোহিত শর্মার সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী সুনীল গাভাসকর

#image_title

Rohit Sharma. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের ইতিহাসে গতবারের মরসুমটা বোধহয় রোহিত শর্মার রাছে দুঃস্বপ্নের থেকে কম কিছু নয়। ২০২২ সালের আইপিএলে সবচেয়ে খারাপ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন রোহিত শর্মা। একইসঙ্গে লিগ পর্বের একেবারে শেষ জায়গায় থেমেছিল রোহিত শর্মার নেতৃ্ত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে ২০২২ সালেই মুম্বই ইন্ডিয়ান্স সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স দেখিয়েছে। আগাী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে নতুন মরসুমের আইপিএল। সেখানেই রোহিত শর্মাকে নিয়ে আশাবাদী প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর।

সদ্য় শেষ হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফি। সেখানে সবকটি ম্যাচে রান না পেলেও, প্রতম টেস্টেই কিন্তু রোহিত শর্মার ব্যাটে সেঞ্চুরীর ঝলক দেখা গিয়েছিল। একইসঙ্গে এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও সেঞ্চুরী পেয়েছিলেন রোহিত শর্মা। নতুন বছরে রোহিত শর্মার পারফরম্যান্স দেখার পরই তাকে নিে আসন্ন আইপিএলের আগে বিরাট ভবিষ্যদ্বানী করলেন সুনীল গাভাসকর। তাঁর মতে আসন্ন মরসুমনে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের ব্যাট থেকে বড় পারফরম্যান্সের ঝলক দেখা যাবে। সেইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়েও যথেষ্ট আশাবাদী এই প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার।

গতবার আইপিএলে সবার শেষে ছিল মুম্বই ইন্ডিয়ান্স

দলে নিলেও গতবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারেননি জফরা আর্চার। তবে এবারের আইপিএলে তিনি খেলতে পারবেন। কয়েকদিন আগেই গোটা আইপিএলের মরসুমে এই তারকা ক্রিকেটারের খেলা প্রসঙ্গে বার্তা দিয়েছে ইসিবি। আর তাতে যে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে স্বস্তি ফিরেছে তা বলার অপেক্ষা রাখে না। জফরা আর্চারের উপস্থিতি যে মুম্বই ইন্ডিয়ান্সকে এই প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে দিতে পারে, তা বলতে কোনও দ্বিধা নেই সুনীল গাভাসকরের।

আইপিএল শুরু হওয়ার আগে প্রাক্তন ভারতীয় কিংবদন্তী সুনীল গাভাসকর স্টার স্পোর্টসে জানিয়েছেন, “এবারের আইপিএলে জফরা আর্চার মুম্বই ইন্ডিয়ান্সের অমন্যতম তুরুপের তাস। সদ্য দ্বিশতরান পেয়েছেন ঈশান কিষাণ। এবারের প্রতিযোগিতায় যে তাঁর দিকে সকলের নজর থাকবে তা বলাই যায়। এচাড়া আমি মনে করি এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মাও বিশেষ কিছু একটা করে দেখাবেন”।

যদিও এবারের আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের সেরা পেসার জসপ্রীত বুমরাহ থাকবেন না। পিঠের চোটের জন্য আপাতত মাঠের বাইরে রয়েছেন এই তারকা ক্রিকেটার। যদিও জফরা আর্চারকে এবারে গোটা মরসুমে পাবে মুম্বই ইন্ডিয়ান্স। বুমরার অবাবটা এই তারকা ক্রিকেটারের হাত ধরে খানিকটা হলেও মিটবে বলে মনে করছেন সুনীল গাভাসকর।

প্রাক্তন এই ভারতীয় তারকার মতে শুরুতেই যেমন উইকেট নেওয়ার দক্ষতা রয়েছে জফরা আর্চারের। তেমনই ডেথ ওভারেও বোলিং করতে দক্ষ তিনি। সেটা মুম্বই ইন্ডিয়ান্সকে সাহায্য করবে বলেই মনে করছেন সুনীল গাভাসকর।

The post আসন্ন আইপিএলের মঞ্চে রোহিত শর্মার সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী সুনীল গাভাসকর appeared first on CricTracker Bengali.

Exit mobile version