Rishabh Pant. ( Photo source: Instagram/Rishabpant )
চোটের কারণে আইপিেলের ম়্চে খেলতে পারেননি তিনি। একই কারণে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন না ঋষভ পন্থ। এই বছরই ঘরের মাঠে রয়েছে বিশ্বকাপের আসর। সেখানেই ঋষভ প্নথ খেলতে পারবেন কিনা তা নিয়ে্ এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। তবে ঋষভ পন্থকে নিয়ে এবার একটা সুখবর ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে। র কোনওরকম অস্ত্রোপচার করাতে হবে না ঋষভ পন্থকে। নির্ধারিত সময়ের আগেই সুস্থ হয়ে উঠতে চলেছেন ভারতীয় দলের েই তারকা উইকেটকিপার ব্যাটার।
ঋষভ প্নথকে নিয়ে এমন খবর যে খানিকটা হলেও স্বস্তি এনে দিচ্ছে ভারতীয় শিবিরে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে এনসিএ-তে রয়েছেন ভারতী.য় দলের এই তাারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। সেখানেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে ঋষভ পন্থের রিহ্যাবও। এর মাঝেই ঋষভ পন্থের চিকিত্সকদের তরফে স্বস্তির খবর। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও ঋষভ পন্থের আরও দুটো অস্ত্রোপচার হতে পারে এমন কথাবার্তাই শোনা যাচ্ছিল। অবশেষে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ঋষভ পন্থের চিকিত্সকরা। শোনাযাচ্ছে এই মুহূর্তে র কোনও অস্ত্রোপচারের প্রয়োজন নেই ঋষভ পন্থের।
গত বছর ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ
গতবছরের শেষেই এক ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। আর সেই দূর্ঘটনার জেরেই অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ। দূর্ঘটনার পর দেহরাদুনের এক হাসপাাতালেই প্রাথমিকভাবে ভর্তি করা হয়েছিল ঋষভ পন্থকে। যদিও এরপরই বোর্ডের তরফে তাঁকে সেই হাসপাতাল থেকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানেই ঋষভ পন্থের অস্ত্রোপচারও হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত ক্রাচের ভরসাতেই হাঁটতে হচ্ছিল ঋষভ পন্থকে।
কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াতে তাঁর রিহ্যাব শুরুর ছবি পোস্ট করেছিলেন ঋষভ পন্থ। সেই ছবি েদখেই সকলে আপ্লুত হয়েছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ধীরে ধীরে ক্রাচের ভরসাতে উঠে দাঁড়িয়েছিলেন ঋষভ পন্থ। ক্রাচ নিয়েই এবার দিল্লি ক্যাপিটালসের ম্যাচও দেখতে এসেছিলেন এই তারকা উইকেটকিপার ব্যাটার। যদিও কয়.েকদিন আগেই তাঁর সেরে ওঠার অন্য একটা ছবি দিয়েছিলেন ঋষভ পন্থ। ক্রাচ ছে়ড়ে এবার ধীরে ধীরে নিজের পায়.ে চলতে শুরু করেছেন তিনি।
এনসিএতে এখন জোরকদমে রিহ্যাব চালাচ্ছেন ঋষভ পন্থ। ক্রাচের ভরসা ছাড়াই হাঁটছেন ঋষভ পন্থ। আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দলের পরিকল্পনায় রয়েছেন ঋষভ পন্থ। শোনাযাচ্ছে নির্ধারিত সময়েপ আগেই সেরে উঠতে চলেছেন ঋষভ পন্থ।
The post আর কোনওরকম অস্ত্রোপচার করতে হবে না ঋষভ পন্থের, দ্রুত সেরে ওঠার ইঙ্গিত appeared first on CricTracker Bengali.