Shikhar Dhawan & Liam Livingstone. ( Image Source: IPL )
এই মুহূর্তে লিগ পঞ্চম স্থানে রয়েছে পঞ্জাব কিংস। এবারের আইপিএলের শুরু থেকেই ভাল ছন্দে রয়েছে পঞ্জাব কিংস। গত ম্যাচেও জয় পেয়েছে পঞ্জাব কিংস। আগামী বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামতে চলেছে পঞ্জাব কিংস। কিন্তু সেই ম্যাচে নামার আগেই খানিকটা চিন্তায় রয়েছে পঞ্জাব কিংস টিম ম্যানেজমেন্ট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এই ম্যাচ যে পঞ্জাব কিংসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। আর সেই ম্যাচেই নামার আগেই শিখর ধওয়ান এবং লিয়াম লিভিংস্টোনকে ঘিরে চিন্তা বাড়ছে পঞ্জাব কিংসের।
গত ম্য়াচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নেমেছিল পঞ্জাব কিংস। সেই ম্যাচেই নামতে পারেননি শিখর ধওয়ান। চোট থাকার ফলে শিখর ধওয়ানকে বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই ম্যাচে। অন্যদিকে লিয়াম লিভিংস্টোনও প়্জাব কিংস শিবিরে যোগ দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। সেইসঙ্গে শিখর ধওয়ানের চোটও চিন্তায় রাখছে পঞ্জাব কিংস শিবিরকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার ২৪ ঘন্টা আগেই ভাগ্য নির্ধার হবে েই দুই তারকা ক্রিকেটারের।
কাঁধের চোটের জন্য গত ম্যাচে খেলতে পারেননি শিখর ধওয়ান
এবারের আইপিেলে পঞ্জাব কিংস শিবিরের অধিনায়কের দায়িত্ব রয়েছে শিখর ধওয়ানের কাঁধে। এবারের আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে দুরন্ত পারফর্ম্যান্সও প্রদর্শন করেছিলেন তিনি। এখনও প্রযন্ত পঞ্জাব কিংসের হয়ে সর্বোচ্চ রানের মালিকও শিখর ধওয়ানই। কিন্তু সেই শিখর ধওয়ানই এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগেও অনিশ্চিত। চোট সারিয়ে তিনি কতটা সুস্থ হতে পেরেছেন তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। একইসঙ্গে লিয়াম লিভিংস্টোনের খেলা নিয়েও বাড়তে শুরু করেছে চিন্তা।
কাঁধের চোটের জন্যই শিখর ধওয়ান গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে পারেননি। সেই জায়গাতেই সেই ম্যাচে পঞ্জাব কিংসের অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন স্যাম কারান। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে পঞ্জাব কিংস। এই ম্যাচে যে শিখর ধওয়ান পঞ্জাব কিংসের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হতে চলেছে তাও বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাঁর চোটই যেন পঞ্জাব কিংসকে একেবার্ স্বস্তিতে থাকতে দিচ্ছে না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার ২৪ ঘন্টা আগে ফিটনেস টেস্টে যেতে হবে শিখর ধওয়ানকে।
অন্যদিকে লিয়াম লিভিংস্টোনও চোট সারিয়ে পঞ্জাব কিংস শিবিরে ফিরেছেন। শিখ ধওয়ানের সঙ্গে ফিটনেট টেস্টে যাবেন তিনিও। এরপরই তাদের মাঠে নামা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।
The post আরসিবির বিরুদ্ধে নামার আগে শিখর ধওয়ান ও লিয়াম লিভিংস্টোনকে নিয়ে চিন্তায় পঞ্জাব কিংস appeared first on CricTracker Bengali.