BJ Sports – Cricket Prediction, Live Score

আরসিবির বিরুদ্ধে অজিঙ্ক রাহানের বিরাট ছয় দেখে হতবাক সুনীল গাভাসকর

 আরসিবির বিরুদ্ধে অজিঙ্ক রাহানের বিরাট ছয় দেখে হতবাক সুনীল গাভাসকর

#image_title

Ajinkya Rahane. ( Image Source : BCCI/IPL )

আইপিএলের মঞ্চে নিজেকে যেন নতুনভাবে চেনাচ্ছেন অজিঙ্ক রাহানে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ফের একবাক ্জিঙ্ক রাহানের বিধ্বংসী রূপ দেখল সকলে।  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস  খেললেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।  সেখানেই তাঁর হাত থেকে লম্বা ছয় দেখে হতবাক প্কাকত্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অর্ধতরান করতে না পারলেও, তাঁর হাত থেকে দেখা গেল একের পর এক বিরাট শট। আর তাতেই আপ্লুত সকলে।

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের সদস্য তিনি।  আইিপএলের মঞ্চে তাঁর খেলার জায়গাটাও খানিটা বদলে দিয়েছেন  মহেন্দ্র সিং ধোনি। তিন নম্বরে ব্যাটিং করতে নামছেন তিনি। আর সেই মঞ্চে নামা থেকেই তাঁর ব্যাটে এবার রানের ঝলক।  এদিনও বিরাট কোহলিদের বিরুদ্ধে অজিঙ্ক রাহানের ব্যাটে ছিল বড় শটের ঝলক। সেখানেই একটি বল স্কোয়্যাল লেগের দিকে গ্যালারী স্ট্যান্ডের ছাদ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর অজিঙ্ক রাহানের সেই শট দেখেই কার্যত হতবাক হয়ে গিয়েছিলেন ভারতীয় প্রাক্তন ভারতীয় কিংবদন্তী সুনীল গাভাসকর।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২০ বলে ৩৭ রান করেছেন অজিঙ্ক রাহানে

অজিঙ্ক রাহানের এই রূপের সঙ্গে যেন একেবারেই অপিরিচিত তিনি। সেই শট দেখেও যেন বিশ্বাস করতে পারছেন না সুনীল গাভাসকর। ভারতীয় দল থেকে এই মুহূর্তে বাইরে রয়েছেন তিনি। কিন্তু রাহানে একত সহজেই ফুরিয়ে যাননমি সেই বার্তাই যেন এবারের আইপিএল থেকে দিয়ে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই চমকে যাচ্ছেন সকলে। এদিনও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২০ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেনম এই তারকা ক্রিকেটার। আর সেখানেই ছিল চার ও ছয়ের ঝলক।

Rahane – u R amazing!🥰#RCBvCSK #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/RxMSMmvgdA

— Chennai Super Kings (@ChennaiIPL) April 17, 2023

এদিন অজিঙ্ক রাহানের৩৭ বলের ইনিংস জুড়ে রয়েছে ৩টি তার ও ২টি ছয়। রুতুরাজ  গায়কোয়াড় আউট হওয়ার পরই এদিন মাঠে এসেছিলেন অজিঙ্ক রাহানে। সেই সময় সাত বলে সাত রানে দাঁড়িয়েছিলেন অজিঙ্ক রাহানে। অন্যদিকে ডেভন কনওয়ে ছিলেন বিধ্বংসী মেজাজে। এরকপরই ভয়ঙ্কর রূপ ধারণ করেন অজিঙ্ক রাহানেও। সেইসময় ভিশক বিজয় কুমার বোলিং করতে এসেছিলেন। তাঁকেই ডিপ স্কোয়্যার লেগের দিকে লম্বা শট ছয় হাঁকান। সেই বলই গ্যালাীর ছাদ ছুঁয়ে ফের মাঠে ফেরে।

আর সেই ওভার বাউন্ডারি দেখেই হতবাক হয়ে গিয়েছিলেন সুনীল গাভাসকর। ধারাভাষ্য দেওয়ার সময়ই তিনি বলেন, “নিজের চোখ ভালভাবে পরিস্কার করে নিতে হচ্ছে। অজিঙ্ক রাহানের এই রুপটা আমরা এর আগে কখনও দেখিনি। এমনকী ফাফ ডুপ্লেসিও তাঁর এই শটের প্রশংসা করছেন। এটা রাহনের কোন রূপ”।

The post আরসিবির বিরুদ্ধে অজিঙ্ক রাহানের বিরাট ছয় দেখে হতবাক সুনীল গাভাসকর appeared first on CricTracker Bengali.

Exit mobile version