Washington Sundar. (Photo Source: Jio Cinema)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৩৪ তম ম্যাচে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এডেন মার্করামের নেতৃত্বাধীন দল সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) মুখোমুখি হয়েছে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল দিল্লি ক্যাপিটালস (ডিসি)। এই মুহূর্তে এসআরএইচ এবং ডিসি যথাক্রমে পয়েন্ট তালিকায় নবম ও দশম স্থানে রয়েছে।
সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের আগের ম্যাচে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) কাছে ৭ উইকেটে পরাজিত হয়েছিল। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস নিজেদের আগের ম্যাচে নীতিশ রানার নেতৃত্বাধীন দল কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ৪ উইকেটে পরাজিত করেছিল।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্ৰথম ওভারের তৃতীয় বলেই নিজের উইকেট হারান ফিলিপ সল্ট। ভুবনেশ্বর কুমারের শিকার হন তিনি। মিচেল মার্শ শুরুটা বেশ ভালো করেছিলেন, কিন্তু তিনি বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তিনি ৫টি চার সহ ১৫ বলে ২৫ রান করেন। নটরাজনের বলে এলবিডব্লিউ হন মার্শ। প্ৰথমে আম্পায়ার নট আউট দেন। তারপরে এসআরএইচের অধিনায়ক এডেন মার্করাম মাঠে উপস্থিত আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেন এবং সেটি সফল হয়।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১ ওভারে ৩টি উইকেট ওয়াশিংটন সুন্দর
অষ্টম ওভারে বল করতে এসেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের প্রতিভাবান স্পিনার ওয়াশিংটন সুন্দর। সেই ওভারের দ্বিতীয় বলে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি ২টি চার এবং ১টি ছয় সহ ২০ বলে ২১ রান করেন।
এরপর চতুর্থ বলে আউট হন সরফরাজ খান। তিনি ভুবনেশ্বর কুমারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। সরফরাজ ১টি ছয় সহ ৯ বলে ১০ রান করেন। এরপর ক্রিজে আসেন আমান হাকিম খান। তিনি এই ওভারের পঞ্চম বলে চার মারেন এবং শেষ বলটিতে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন। ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন।
The post আবার ব্যাটিং বিপর্যয়ের মুখে দিল্লি ক্যাপিটালস, এক ওভারে হারাল ৩টি উইকেট appeared first on CricTracker Bengali.