Jofra Archer. ( Image Source: twitter/mi )
জসপ্রীত বুমরার পরিবর্তে এবার মুম্বই ইন্ডি্য়ান্সের বোলিংয়ের অন্যতম প্রধান শক্তি ছিলেন জফরা আর্চার। গতবার না খেললেও এবারের আইপিএলে শুরু থেকেই তাঁকে পাওয়া নিয়ে উচ্ছ্বসিত ছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু আইপিএল সুরু হওয়ার পর হাট্ি যেন বদলে গিয়েছে গোটা চিত্রটা। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নামতে পারলেন না জফরা আর্চার। শোনাযাচ্ছে এদিন নাকতি তাঁর শরীরটা ভাল নেই। আর সেজন্য মাঠের বাইরেই রয়েছেন জফরা আর্চার। আরক এমনটা যে ক্রংমসি মুম্বি ইন্ডিয়ান্স সিবিরে চাপ বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
মঙ্গলবার গুজরকাত টাইটান্সের বিরুদ্ধে সপ্তম ম্যাচে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই জফরা আর্চারের খেলা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। যদিও শেষপর্যন্ত তা হয়নি। এই ম্য়াচেও জফরা ার্চারকে ছাড়াি মাঠে নামতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরকে । এই নিয়ে এবারের আইপিএলে পাঁচি ম্যাচ মাঠের বাইরে রয়েছেন জফরা আর্চার। চোটের জন্য চিটকে গিয়েছিলেন তিনি। যদিও চোট সারিয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেমেছিলেন জফরা আর্চার।
এখনও পর্যন্ত চলতি আইপিএলে মাত্র দুটো ম্যাচই খেলতে পেরেছেন জফরা আর্চার
কিন্তু গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামার ঈগদেই পের মুম্বি ইন্ডিয়ান্স সিবির তেকে চিটকে গিয়েছেন তিনি। ম্যাচ শুরুর আগে সেই কতা জানিয়েছেন খোদ রোহিত শর্মাই। অসুস্থ রয়েছেন জফরা আর্চার। আর সেজন্যই তিনি নামতে পারেননি। এখনও পর্যন্ত আইপিএলে মাত্র দুটো ম্যাচই খেলতে পেরেছেন জফরা আর্চার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসের বিরুদ্ধেই দেখা গিয়েছে এই তারকা ব্রিটিশ ক্রিকেটারকে। এবারের আইপিএলে এখনও প্রযন্ত বেশীরভাগ ম্যাচেই মাঠের বাইরে থেকেছেন এই তারকা ক্রিকেটার।
টসের সময় রোহিত শর্মা জানিয়েছিলেন, “এদিন আমরা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। পিচের পরিস্থিতি বুঝে তা কাজে লাগিয়ে তাড়াতাড়ি উইকেট তুলে কম তাড়া করাই আমাদের পরিকল্পনা। জফরা আর্চার অসুস্থ রয়েছেন। তাঁর জায়গায় এদিন দলে এসেছেন রাইলি মেরেডিথ”।
গতবার বিরাট দামে জফরা আর্চারকে দলে নিয়েছিল মুম্বি ইন্ডিয়ান্স। কিন্তু চোট থাকার জন্য স,েবার মুম্বি ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। চোট সারিয়ে দক্,িম আপ্রিকা টি টোয়েন্টি লিগেই নেমেছিলেন জফরা আর্চার। যদিও সেখানেও যে তিনি খুব একটা ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন তেমনটা নয়। এবার অবস্য মুম্বি ইন্ডিয়ান্সের হয়ে প্রথম থেকেই খেলার কথা ছিল তাংর। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেওছিলেন তিনি। কিন্তু সেভাবে তাঁর পারফরম্যান্স দেখা যায়নি।
The post আবারও মাঠের বাইরে জফরা আর্চার, চলতি আইপিএলে পাঁচটি ম্যাচ খেলতে পারলেন না তিনি appeared first on CricTracker Bengali.