চোট এবং শ্রেয়স আইয়ার, এই দুটি বিষয়কে কোনোভাবেই আলাদা করা যাচ্ছে না। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে চোটের কারণে শেষ তিনটি টেস্টে নাম ছিল না নাইট তারকার। বর্তমানে শোনা যাচ্ছে রঞ্জি ট্রফির ফাইনাল খেলতে গিয়ে তিনি আবার চোটের কবলে পড়েছেন। যার জেরে অনিশ্চিত হয়ে পড়েছেন গোটা আইপিএল মরসুমে।
যার জেরে নতুন করে কপালে ভাঁজ পড়লো কেকেআর টিম ম্যানেজমেন্টের। এই মরসুমেও শ্রেয়সকে পাওয়া যাবে কিনা তা নিয়ে ঘোরতর জল্পনা তৈরি হয়েছে। রঞ্জি ট্রফিতে ভালো রান পাচ্ছিলেন না শ্রেয়স। পরপর দুই ইনিংসে লাগাতার ব্যর্থতার পরে মুম্বাইয়ের দ্বিতীয় ইনিংসে ৯৫ রান করেন এই তারকা। যদিও শোনা যাচ্ছে, ইনিংস চলার মাঝেই দুবার ফিজিওকে ডাকতে হয় তার জন্য। শোনা যাচ্ছে, যেখানে গতবছর তার অস্ত্রোপচার হয়েছিল, সেই পুরনো চোটের জায়গাতেই আবার ব্যথা শুরু হয়েছে তার। আর নয় দিন পরেই শুরু হতে চলেছে আইপিএল। প্রথম ম্যাচ খেলতে নামবে কেকেআরও। তার আগে এই খবর মোটেই আশাব্যঞ্জক নয় শাহরুখ খানের দলের পক্ষে। রঞ্জি ফাইনালের তৃতীয় দিনে ফিল্ডিং করতে পারেননি শ্রেয়স আইয়ার। তাঁকে স্ক্যানের জন্য দলের তরফে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
মুম্বাই দলের এক সূত্র মারফত খবর, ‘শ্রেয়সের চোট দেখে একেবারেই ভালো মনে হচ্ছে না। পিঠে পুরনো চোটের জায়গায় আবার ব্যথা করছে ওর। আগের থেকেও ব্যথা বেড়েছে এবারে। রঞ্জি ফাইনালের পঞ্চম দিনেও ওর ফিল্ডিং করতে নামার সম্ভাবনা কম।’
আইপিএলের শুরুর দিকে কয়েকটা ম্যাচে নাও খেলতে দেখা যেতে পারে ওকে। যদিও চলতি মরসুমে মুম্বাইয়ের হয়ে দুটি ম্যাচ খেলতে পারেননি শ্রেয়স। ৩০-৪০ মিনিট টানা ব্যাট করলেই পিঠে ব্যথা শুরু হচ্ছে বলে জানা গিয়েছে। সূত্র মারফত আরো জানতে পারা যাচ্ছে যে, ‘সম্প্রতি ইংল্যান্ড সিরিজে ও দল পরিচালন সমিতিকে জানিয়েছিল যে, পিঠের পুরনো চোট আবার ওকে ভোগাচ্ছে।’ তবে ওই ঘটনার পর জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান চিকিৎসক নিতিন প্যাটেল জানিয়েছিলেন, শ্রেয়স পুরোপুরি ফিট। স্বাভাবিকভাবেই এবার প্রশ্ন উঠে যাচ্ছে বিসিসিআইয়ের সিদ্ধান্তে। বারবার রঞ্জি খেলতে চাপ দেওয়ার কারণেই চোট নিয়ে মাঠে নেমেছিলেন শ্রেয়স। এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের কড়া মনোভাবকে অনেকেই সমালোচনা করছে। প্রসঙ্গত ঘরোয়া ক্রিকেট না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদও পড়েছিল শ্রেয়স। এবার তিনি কবে নাগাদ কলকাতা শিবিরে যোগ দেন, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
The post আবারও চোটের কবলে শ্রেয়স আইয়ার appeared first on CricTracker Bengali.