Shakib Al Hasan (Photo Source: Twitter)
একদিনের সিরিজে নাা পারলেও আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ছয় উইকেটে জয়ের পরই টি টোয়েন্টি সিরিজ পকেটে পুড়েছে বাংলাদেশ। আর সেই জয়ের পিছনে এই ম্যাচে বাংলাদশের প্রধান কারিদড় সাকিবল অল হাসান। বাংলাদেশের সিরিজ জয়ের পর তিনি য়েমন আপ্লুত। তেমনই আসন্ন এশিয়া কাপের আগে এই সিরিজ জয় যে তাদের ক্রিকেটারদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। সিরিজ জয়ের পর সেই কথাি শোনা গিয়েছে তাঁর মুখে।
আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উিকেটে দ্বিতীয় ম্যাচও জিতে নিয়েছে বাংলাদেশ। সেখানেই বল এবং ব্যাট হাতে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে শেষ মুহূর্তে ১৮ রান করেছিলেন তিনি। আর তাতেই জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। টি টোয়েন্টির মঞ্চে বরাবর আফগানিস্তান বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। অবশেষে সেই আফগানিস্তান বাধাও অতিক্রম করে ফেলেছে বাংলাদেশ।
দ্বিতীয় টি টোয়েন্টিতে ম্যাচের সেরা হয়েছেন সাকিব অল হাসান
এই পারফর্ম্যান্সটাই তাদের আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন সাকিব অল হাসান। অগস্টের শেষ থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানে সাফল্যের জন্য মরিয়া হয়ে রয়েছে বাংলাদেশ। এই টি টোয়েন্টি দল থেকে বেশীরভাগ ক্রিকেটারই যে তাদের এশিয়া কাপের স্কোয়াডে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। এশিয়া কাপের মঞ্চে আফগানিস্তানের বিরুদ্ধে এই সিরিজ জয় বাংলাদেশ শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে রাখবে বলেই মনে করছেন সাকিব অল হাসান।
এই প্রসঙ্গে সাকিব অল হাসান জানিয়েছেন, “এই টি টোয়েন্টি স্কোয়াড থেকে অন্তত ৮০ থেকে ৯০ শতাংশ ক্রিকেটার আসন্ন এশি্য়া কাপের মঞ্চে বাংলাদেশের স্কোয়াডে থাকবেন। এশিয়া কাপের আগে এই সিরিজ জয় আমাদের সকলের আত্মবিশ্বাস যে অনেকটাই বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না”।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ১১৯ রান। ডাক ওয়ার্থ লুইস নিয়মেই এই লক্ষ্য স্থির হয়েছিল। সেখানেই আফগানদের বিরুদ্ধে বল হাতে দুরন্ত ফর্মে ছিলবেন এই তারকা ক্রিকেটার। ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন দুটো উইকেট। কার্যত শেষ করে দিয়েছিলেন আফগান ব্যাটিং লাইনআপকে। আফগানিস্তানের সেরা দুই তারকে ব্যাটারকেও সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। ইব্রাহিম জারদান ও নাজবুল্লাহ জারদানকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনিই। সেইসঙ্গে ব্যাট হাতেও শেষ মুহূর্তে নিজের পারফরম্যান্স দেখিয়েছিলেন সাকিব। ম্যাচের সেরাও হয়েছিলেন তিনি।
The post আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় এশিয়া কাপের আগে আত্মবিশ্বাস যোগাবে, মত সাকিব অল হাসানের appeared first on CricTracker Bengali.