Shakib al Hasan. (Photo by Gareth Copley/Getty Images)
আফগানিস্তানের বিরুদ্ধে সাকিব অল হাসানের অল রাউন্ড পারফরম্যান্স। আফগানদের বিরুদ্ধে একদিনের সিরিজ হারের মধুর প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টি টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে আফগামিস্তানের বিরুদ্ধে সিকরিজও পকেটে পুরে ফেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে তাদের হোয়াইট ওয়াস করতে পারে কিনা তা তো সময়ই বলবে। দেশের জার্সিতে এমন পারফরম্যান্স করে উচ্ছ্বসিত সাকিব অল হাসান। এই পারফরম্যান্সই ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। ম্যাচ সেষে সেই কথাই শোনা গেল তাঁর মুখে।
বরাবরই টি টোয়েন্টি ফর্ম্যাটে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তান। ঘরের মাঠে এবার টেস্ট সিরিজ জিততে পারলেও, আফগানদের বিরুদ্ধে একদিনেরক সিরিজে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়াতে খুব একটা বেশী সময় নেয়নি বাংলাদেশ ব্রিগেড। পরপর দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। দ্বিতীয় ম্যাচে অবশ্য বাংলাদেশের জয়েরক প্রধান কারিগড় হলেন সাকিব অল হাসান। তাঁর হাত ধরেই দুরন্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ ব্রিগেড। দেশের জার্সিতে এন পারফরম্যান্স করতে পেরে আপ্লুত তিনি।
২ উইকেট ও ১৮ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন সাকিব অল হাসান
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ১১৯ রান। ডাক ওয়ার্থ লুইস নিয়মেই এই লক্ষ্য স্থির হয়েছিল। সেখানেই আফগানদের বিরুদ্ধে বল হাতে দুরন্ত ফর্মে ছিলবেন এই তারকা ক্রিকেটার। ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন দুটো উইকেট। কার্যত শেষ করে দিয়েছিলেন আফগান ব্যাটিং লাইনআপকে। আফগানিস্তানের সেরা দুই তারকে ব্যাটারকেও সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। ইব্রাহিম জারদান ও নাজবুল্লাহ জারদানকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনিই। সেইসঙ্গে ব্যাট হাতেও শেষ মুহূর্তে নিজের পারফরম্যান্স দেখিয়েছিলেন সাকিব। ম্যাচের সেরাও হয়েছিলেন তিনি।
ম্যাচ শেষে সারিব অল হাসান জানিয়েছেন, “এটা সত্যিই একটা স্বস্তির জায়গা আমাদের কাছে। কারণ আমরা যে সমস্ত কাজ করার চেষ্টা করছি সেগুলো এখন করতে পারছি। সেইসঙ্গে আমাদের সমস্ত পরিকল্পনাও বাস্তবায়িত হতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা। পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই মাঠে তার ফলাফলও পাচ্ছি আমরা। এর চেয়ে ভাল আর কিছুই হতে পারে না”।
বোলিংয়ের পর ব্যাট হাতেও শেষ মুহূর্তে বাংলাদেশকে সামাল দিয়েছিলেন সাকিব অল হাসান। কার্যত তাঁর ফিনিশিং টাচেই যে বাংলাদেশ ম্যাচ জিতে নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ১১ বলে ১৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সাকিব। এখন শুধুই এই পারফরম্যান্স ধরে রাখার দিকে নজর তাদের।
The post আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের পর উচ্ছ্বাসের সুর সাকিব অল হাসানের গলায় appeared first on CricTracker Bengali.