Andrew McDonald. (Photo by WILLIAM WEST/AFP via Getty Images)
২৫শে অক্টোবর, বুধবার, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আসন্ন এই ম্যাচটির ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
এবারের ওডিআই বিশ্বকাপে শুরুটা ভালোভাবে করতে পারেনি প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল। তারা তাদের প্ৰথম দুটি ম্যাচে যথাক্রমে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এবং টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছিল। এরপর তারা অসাধারণভাবে কামব্যাক করে। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিরুদ্ধে যথাক্রমে ৫ উইকেট এবং ৬২ রানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। বাবর আজমের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। ওয়ার্নার ১২৪ বলে ১৬৩ রান করেছিলেন। মার্শের ব্যাট থেকে ১০৮ বলে ১২১ রান এসেছিল। এই ম্যাচটিতে ওয়ার্নারকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়েছিল। নেদারল্যান্ডসকে হারিয়ে অস্ট্রেলিয়া তাদের জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি অনবদ্য জয় পেয়েছিল স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন নেদারল্যান্ডস। অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড নেদারল্যান্ডসের এই ম্যাচের পারফরম্যান্সের প্রশংসা করেছেন।
ডব্লুএটুডে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের বক্তব্যকে উদ্ধৃত করেছে, “আমি মনে করি নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা যা করতে সক্ষম তা দেখিয়েছিল এবং তারা ভালো ফর্মে থাকা কিছু ভালো খেলোয়াড়ও পেয়েছে। আপনি কাউকে হালকাভাবে নেবেন না। এখানে যেকোনো দলকে হারানোর জন্যই আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। তারা তাদের শিবিরে বসে বলছে আমরা অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগ পেয়েছি। আমরা কাউকেই আমাদের হারানোর সুযোগ দিতে চাই না।”
“আমরা কাউকে বিশ্রাম দেব না” – অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড
২৮শে অক্টোবর, শনিবার, নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। অর্থাৎ, নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলার দুইদিন পরেই টম ল্যাথামের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে খেলবে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল। অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এই ব্যাপারে কথা বলেছেন। অস্ট্রেলিয়া দল যে এখন শুধুমাত্র নেদারল্যান্ডস ম্যাচের ব্যাপারে ভাবছে সেকথা তিনি স্পষ্ট করে দিয়েছেন।
অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, “আমরা কাউকে বিশ্রাম দেব না। কোন পরিকল্পিত বিশ্রাম হবে না। যদি তারা খেলাটি মিস করে তাহলে সেটি সম্ভাব্য চোটের মাধ্যমে হবে। আমরা নেদারল্যান্ডসের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলব। দুটি ম্যাচের মাঝে আমরা খুব বেশি সময় পাব না। তবে আমরা এখন শুধুমাত্র নেদারল্যান্ডস ম্যাচের দিকে মনোযোগ দিতে চাই।”
The post “আপনি কাউকে হালকাভাবে নেবেন না” – নেদারল্যান্ডসের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ম্যাচের আগে একথাই বললেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড appeared first on CricTracker Bengali.