Virat Kohli. (Photo Source: Twitter)
বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের পঞ্চম দিনে স্ট্যাম্প মাইকের সাহায্যে বিরাট কোহলির একটি হাস্যকর কথা শোনা গেছে। এই ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। ১৩ই মার্চ, সোমবার আহমেদাবাদ টেস্টে ম্যাচ তথা সিরিজের শেষ দিনের খেলা চলছে।
ম্যাচের তৃতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং চলাকালীন নিজের সতীর্থদের সাথে বেশ হাসিখুশি মেজাজে কথা বলতে শোনা গেল বিরাট কোহলিকে। রবিচন্দ্রন অশ্বিনের বলে ম্যাথু কুহনিম্যান আউট হওয়ার পর মার্নাস ল্যাবুসেন যখন ক্রিজে এসেছিলেন তখনই বিরাটকে এই কথা বলতে শোনা যায়।
স্ট্যাম্প মাইকের মাধ্যমে বিরাটকে বলতে শোনা যায়, “দশ মিনিট দূর হ্যায়, প্লেন মে পেহেলে হি ব্যাঠ জাউঙ্গা। হেইন? প্লেন মে উড়াউঙ্গা আজ।”
Dus minute dur hai, plane mein pehle hi baith jaunga. Hein? Plane main udaunga aaj 😂😂 #ViratKohli𓃵 pic.twitter.com/sAbmCy6DTc
— Prudvk kumar (@Im_PrudvK) March 13, 2023
প্ৰথম তিনটি টেস্টে ব্যাট হাতে তেমন রান পাননি বিরাট কোহলি। তবে চতুর্থ টেস্টে শেষমেশ তার ব্যাট থেকে রান এসছে। ভারতের প্রথম ইনিংসের সর্বোচ্চ রানগ্রাহক ব্যাটসম্যান তিনিই। তিনি ঠান্ডা মাথায় ব্যাটিং করে ২৪১ বলে শতরান করেন। তিনি ৩৬৪ বলে ১৮৬ রান করে টড মারফির বলে আউট হন।
চতুর্থ টেস্ট জেতা অনেকটাই কঠিন হয়ে গেল ভারতের
তৃতীয় টেস্টে ব্যাটিংয়ে ভরাডুবির পর শেষ টেস্টে মোটামুটি সব ব্যাটসম্যানের ব্যাট থেকেই রান এসছে। তবে চিন্তার বিষয় হল শেষ টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ম্যাচটি জেতা খুবই কঠিন কাজ।
এই ম্যাচ ড্র হলে ভারত সিরিজ জিতলেও ডাব্লুউটিসির ফাইনালে যাওয়া নিশ্চিত করতে পারবে না। অস্ট্রেলিয়া আগের টেস্ট ম্যাচটি জিতে ইতিমধ্যেই প্রথমবারের জন্য ডাব্লুউটিসির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই ম্যাচটি জিতলে ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাব্লুউটিসির ফাইনালে খেলতে দেখা যাবে। এই টেস্ট ম্যাচটি ড্র হলে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজে যদি শ্রীলঙ্কা দুটি টেস্ট জিততে না পারে তাহলে ভারত ফাইনালে যাবে। কিন্তু যদি শ্রীলঙ্কা নিউজিল্যান্ডকে দুটি টেস্টে পরাজিত করে দেয় তাহলে ডাব্লুউটিসির ফাইনালে চলে যাবে তারা।
১২০৫ দিন পরে বিরাট কোহলির ২৮তম টেস্ট শতরান দেখে অবশ্যই খুশি হয়েছে সমর্থকরা। তবে ডাব্লুউটিসির ফাইনালে খেলার যোগ্যতা ভারত অর্জন করবে কি করবে না সেটা এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে ভালো পরিস্থিতিতেই দাঁড়িয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এখনও অবধি মাত্র ১টি উইকেটই হারিয়েছে তারা। ম্যাচের ফলাফল শেষমেশ কি হয় সেটাই এখন দেখার বিষয়।
The post ‘আজ আমি প্লেন ওড়াবো’- খেলা চলাকালীন বিরাট কোহলিকে একথাই বলতে শোনা গেল appeared first on CricTracker Bengali.