BJ Sports – Cricket Prediction, Live Score

আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপের মঞ্চে হতে চলেছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ

 আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপের মঞ্চে হতে চলেছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ

#image_title

Rohit Sharma & Babar Azam. ( Image Source: Twitter )

সবকিছু ঠিকঠাক চললে এশিয়া কাপের মঞ্চে আগামী ২ সেপ্টেম্বর  ভারত বনাম পাকিস্তান প্রথম ম্যাচ হতে চলেছে। যদিও সরকারীভাবে এখনও পর্যন্ত সেভাবে কিছু জানানো হয়নি, তবে এশিয়া কাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান প্রথম ম্যাচের দিন কার্যত পাকা হয়ে গিয়েছে। আগামী ২ সেপ্টেম্বরই হবে এশিয়া কাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। শোনাযাচ্ছেএসিয়াকাপ সুরু হওার দিনও নাকি বদলে গিয়েছে। ৩০ এর পরিবর্তে ২৯ সেপ্টেম্বর থেকেই নাকি শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। এখন শুধুই এশিয়া কাপের সূচী ঘোষণার অপেক্ষায় রয়েছেন সকলে।

প্রথমে শোনা গিয়েছিল যে এবারের এশিয়া কাপ নাকি শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে। তবে সেই দিন নাকি একদিন এগোনো হয়েছে।পিসিবি কর্তাদের সহ্গে গত ১৫ জুলাই বৈঠকে বসেছিলেন এসিসি কর্তারা। সেখানেই বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। শেষপর্যন্ত  জট কেটে গিয়েছে এবং আগামী ২৯ সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। গত কয়েক মরসুম টি টোয়েন্টি ফর্ম্যাটে হলেও এবার ওডিআই ফর্ম্যাটেই হতে চলেছে এশিয়া কাপের ম্যাচ। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ

এসিয়া কাপের মনঞ্চে প্রতিটি ম্যাচই ভারতীয় দল খেলবে শ্রীলঙ্কার মাটিতে। সেখানেই ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে প্রতম ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল। সবকিছু ঠিকঠাক চললে এই সপ্তাহেই এসিয়া কাপের সূচী ঘোষণা হতে চলেছে। ক্যান্ডিতেই সেই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। একইসঙ্গে ১৭ সেপ্টেম্বর ফের এতকবার এশিয়া কাপে মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচও হবে শ্রীলঙ্কাতেই। এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান।

এবারের এসিয়া কাপ হবে ওডিআই ফর্ম্যাটে। সামনে রয়েছে বিশ্বকাপের আসর। সেখানে নামার আগে যে  প্রতিটা এসিয়ার দলের কাছে এটাই অন্যতম প্রস্তুতি মঞ্চ তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই যে ওডিাই ফর্ম্যাটে এবারের এশিয়া কাপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বলাই বাহুল্য। শে,বার এসিয়াকাপ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। এবারে সেখানেই ভারতীয় দল সাফল্য পায় কিনা তা তো সময়ই বলবে।

ভারতীয়সময় অনুযায়ী এশিয়া কাপের মঞ্চে প্রতিটা ম্যাচই শুরু হবে দুপুর ১.৩০টা থেকে। এশিয়া কাপের সূচী নিয়ে কার্যত কাজই সম্পূর্ণ হয়ে গিয়েছে। দীর্ঘ টাল বাহানার পর এবার শুধুই এশিয়া কাপের ম়্চে বল গড়ানোর অপেক্ষা।

The post আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপের মঞ্চে হতে চলেছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ appeared first on CricTracker Bengali.

Exit mobile version