BJ Sports – Cricket Prediction, Live Score

আগামী ২৯ অগস্টের মধ্যে ওডিআই বিশ্বকাপের স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা বেধে দিল আইসিসি

 আগামী ২৯ অগস্টের মধ্যে ওডিআই বিশ্বকাপের স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা বেধে দিল আইসিসি

#image_title

ICC Logo for ICC ODI World Cup 2023. (Photo Source: Twitter)

বিশ্বকাপের ঢাকে আগেই কাঠি পড়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক চললে আগামী ৫ অক্টোবর থেকেই শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। প্রায় ১২ বছর পর ফের বারতের মাটিতে বসেতে চলেছে ওডিআই বিশ্বকাপের আসর। তারই স্কোয়াড জমা দেওয়ার সময় কার্যত ঘোষণা করে দিল আইসিসি। আগামী ২৯ অগস্টের মধ্যেই ওডিআই বিশ্বকাপের জন্য  স্কোয়াড তালিকা ঘোষণা করার সময় সীমা বেঁধে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই ঘোষণার পর থেকেই ভারতীয় দল ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে সকলে।

শোনাযাচ্ছে আগামী ২৬ জুনই ঘোষণা হয়ে যেতে পারে বিশ্বকাপের সূচী। সেই থেকেই যে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে যাবে তাও বলার অপেক্ষা রাখে না। তার মাঝেই আইসিসির তরফে স্কোয়াড নথিভুক্ত করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।  অর্থাত্ বিশ্বকাপ শুরু হওয়ার দু মাস গেই প্রতিটি দলকে  তাদের চূড়ান্ত স্কোয়াড বেছে নিতে হবে। ইতিমধ্যেই বিশ্বকাপের প্রতিটি ভেন্যুতে কাজও শুরু হয়ে গিয়েছে। বিশ্বকাপের আয়োজনে কোনওরকম ত্রুটি রাখতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে পারে এবারের ওডিআই বিশ্বকাপ

ইতিমধ্যেই কার্যত বিশ্বকাপের প্রতিটি ভেন্যু নিশ্চিত হয়ে গিয়েছে। সেখানেই কোন দল কোন মাঠে খেলবে তা নিয়ে নানান হিসাব নিকাশ চলছে। শোনাযচ্ছে কয়েকদিনের মধ্যেই বিসিসিআই সেই তলিকাও আইসিসির কাছে পাঠিয়ে দেবে। এই মুহূর্তে পাকিস্তান কোন দলে খেলবে সেটাই প্রধান বিষয়। তা নিয়ে নানান গু়ঞ্জন চলছে। এরইমাঝে আইসিসির তরফে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। সেখানেই কোন দলে কোন ক্রিকেটার সুযোগ পান সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।

সবকিছু ঠিকঠাক চললে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সে্খানেই শেষ হাসি কোন দলের অধিনায়কের মুখে ফোটে তা তো সময়ই বলবে।  শেষবার ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। ফের একবার ঘরের মাঠে বিশ্বকাপের আসর বসছে। সেখানেই ভারত চ্যাম্পিয়ন হতে পারে কিনা তা তো সময়ই বলবে। তবে এখন থেকেই যে বিশ্বকাপ নিয়ে নানান হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

এই মুূহূর্তে শুরু হয়েছে বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় পর্বের ম্যাচ। সেখানেই জিম্বাবোয়ের  বিরুদ্ধে হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৯ জুলাই যোগ্যতা নির্ণয় পর্বে শেষ হবে তাদের ম্যাচ । সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

The post আগামী ২৯ অগস্টের মধ্যে ওডিআই বিশ্বকাপের স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা বেধে দিল আইসিসি appeared first on CricTracker Bengali.

Exit mobile version