BJ Sports – Cricket Prediction, Live Score

আগামী সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা, টেস্ট শিবিরে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া

 আগামী সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা, টেস্ট শিবিরে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া

#image_title

India vs New Zealand. (Photo Source: BCCI)

পাঁচ বছর পর কী ফের একবার ভারতীয় টেস্ট দলে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে নামচে চলেছে টিম ইন্ডিয়া। শোনাযাচ্ছে সেই সফরেই নাকি এবার টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে হার্দিক পান্ডিয়াকে ফেরানোর ভাবনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। যদিও এখনও পর্যন্ত চূড়ান্তভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলও যে তারুণ্যের দিকেই বেশী ঝুঁকেছে তা বলার অপেক্ষা রাখে না।

এই মাসেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। কিন্তু সেখানে চূড়ান্ত ব্যর্থ হয়েই ফিরতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। কার্যত অস্ট্রেলিয়ার ব্যাটিং এবং বোলিং লাইনআপের বিরুদ্ধে ধরাশায়ী হতেই দেখা গিয়েছিল টিম ইন্ডিয়াকে। অস্ট্রেলিয়ার কাছে শেষপর্যন্ত ২০৯ রনে হেরে গিয়েছিল ভারতীয় দল। শুধু তাই নয় সেখানে অস্ট্রেলিয়ার বোলিং পারফরম্যান্সের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি ভারতীয় দলের ব্যাটররা। এরপর থেকেই ভারতীয় দল নিয়ে সমলোচনায় সরব হয়েছিলেন সকলে।

আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারতীয় দল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নেমেছিল ভারতীয় দল। কিন্তু শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে হেরেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিল ভারতীয় দল। কার্যত একপেশে ম্যাচেই হেরে গিয়েছিল ভারতীয় দল। সেই থেকেই ভারতী দল নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন সকলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশ গড়া নিয়েও নানান কথাবার্তা শুরু হয়েছিল। এই মুহূর্তে নানান সমালোচনায় জর্জরিত ভারতীয় দল। সেখানেই এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া।

কয়েদিন আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচী ঘোষণা করেছে বিসিসিআই। দীর্ঘ সফরে নামবে ভারতীয় দল।  প্রথমেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো ম্যাচের টেস্ট সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেকানেই এবার হার্দিক পান্ডিয়াকে ফেরানো নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। শোনাযাচ্ছে এই সিরিজেই কয়েকজন সিনিয়র সদস্যকে বিশ্রাম দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানেই নাকি এবার ভারতীয় দলে ফিরতে পারেন তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া।

২০১৮ সালে শেষবার ভারতীয় টেস্ট দলে খেলতে দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়াকে। শোনাযাচ্ছে আগামী সপ্তাহেই নাকি ওয়েস্ট ইন্ডিজ সফরের দল বেছে নিতে চলেছে বিসিসিআই।  সেখানেই এবার হার্দিক পান্ডিয়াকে নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে। এই সিরিজে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মাদের বিশ্রাম নিতে দেখা গেলে হয়ত খুব একটা অবাক হওয়ার মতো কিছু থাকবে না।

The post আগামী সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা, টেস্ট শিবিরে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া appeared first on CricTracker Bengali.

Exit mobile version