BJ Sports – Cricket Prediction, Live Score

আগামী দিনে ভারতীয় দলের অধিনায়ক হতে পারেন হার্দিক পান্ডিয়া, মনে করছেন মাইকেল ভন

 আগামী দিনে ভারতীয় দলের অধিনায়ক হতে পারেন হার্দিক পান্ডিয়া, মনে করছেন মাইকেল ভন

#image_title

MS Dhoni and Hardik Pandya. (Photo Source: IPL/BCCI)

হাতে আর বেশী সময় নেই। কয়েক ঘন্টার মধ্যেই  আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলেছে আইপিএলের ফাইনাল। সেই ম্যাচ শুরু হওয়ার আগেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে বিরাট বার্তা প্রাক্তন ব্রিটিশ তারকা ক্রিকেটার মাইকেল ভনের। আইপিএলের ম়্চে হার্দিক পান্জিয়ার অধিনায়কত্ব দেকে আপ্লুত েহয়েছেন তিনি। আগামী দিনে বারতীয় দলের অধি্নায়ক হার্দিক পান্ডিয়া হতে পারেন বলেই মনে করছেন এই প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার। হার্দিক পান্ডিয়ার মধ্যে সেই দক্ষতা রেয়েছে বলেই মনে করেন তিনি।

গতবারই আইপিএলের ম়্চে অভিষেক হয়েছিল গুজরাত টাইটান্সের। সেইসঙ্গেই অধিনায়ক হিসাবে অভি,েক হয়েছিল হার্দিক পান্ডিয়ারও। প্রথম মরসুম থেকেই দুরন্ত ফর্ প্রদর্শন করেছিলেন হার্দিক পান্ডিয়া। চোট কাটিে প্রত্যাবর্তনের মঞ্চেই নেতৃত্বের ভারও উঠেছিল হার্দিক পান্ডিয়ার কাঁধে। দলকে যোগ্য নেতৃত্ব দিয়ে শুধু এগিয়ে নিয়ে যাওয়াই নয়, আইপিেল চ্যাম্পিয়ন করে সকলকে চমকে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে ব্যাটিং এবং বোলিংয়েও নিজের পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি।

চলতি আইপিএলে ১৫ ম্যাচে ৩২৫ রান করেছেন হার্দিক পান্ডিয়া

সেই হার্দিক পান্ডিয়াই এবারও নুজেকর নেতৃত্বের দারা বজায় রেখেছেন। এবারের আইপিএলেও হার্দিক পানম্ডিয়ার নেতৃত্বে াইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে গুজরাত টাইটান্স। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই ফাইনালে নামতে চলেচে গুজরাত টাইটান্স। এই ্মযাচ জিততে পারলেই আইপিএলের মঞ্চে অন্য়তম রেকর্ড গড়বে গুজরাত টাইটান্স। সেইসঙ্গে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বের দক্ষতা নিয়েও যে আলোচনা আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই হার্দিক পান্ডিয়াকে ভারতীয় দলের ভবিষ্যত অধিনায়ক হিসাবে দেখছেন প্রাক্তন ব্রিটিশ তারকা মাইকেল ভন।

এই প্রসঙ্গে ক্রিকবাজে মাইকেল ভন জানিয়েছেন, হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পথে এগিয়ে রয়েছেন। আমার এই কতা সকলকে শুনতেই হবে। তিনি আগামী দিনে ভারতীয় দলের অধিনায়ক হতে চলেছেন। যদিও আমি জানি না যে তিনি কবে সেই দায়িত্ব পাবেন। তবে একটা কথা বলতে পারি যে সাদা বলের ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক হতে পারেন হার্দিক পান্ডিয়া।

এবারের আইপিএলে অবশ্য সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি হার্দিক পান্ডিয়া। বেশ কয়েকটি ম্যাচে বোলিং করতেও দেখা যায়নি  হার্দিক পান্ডিয়াকে। সেইসঙ্গে ব্যাটিংয়েও খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি হার্দিক পান্ডিয়া। গতবারের ফাইনালে গুজরাত টাইটান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। এবারও তাই দেখা যায় কিনা , সেটারই অপেক্ষায় রয়েছেন সকলে।

The post আগামী দিনে ভারতীয় দলের অধিনায়ক হতে পারেন হার্দিক পান্ডিয়া, মনে করছেন মাইকেল ভন appeared first on CricTracker Bengali.

Exit mobile version