Rohit Sharma. (Photo Source: Luke Walker-ICC/ICC via Getty Images)
২০১৩ সালে শেষবার আইসিসি ট্রফি জিতেছিল ভারতীয় দল। এরপর থেকে আর বারতীয় দলের ট্রফি ক্যাবিনেটে কোনও আইসিসির ট্রফি নেই। কয়েকদিন আগেই সেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেখানে ফাইনালে উঠলেও শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হেরে গিয়েছিল ভারতীয় দল। ভারতের আইসিসি ট্রফি জয়ের খরা এখনও চলছে। এই বছরই ভারতের মাটিতে হবে বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় নামার আগেই ভারতীয় আইসিসি ট্রফি জয়ের খরা নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা।
এমএস ধোনির নেতৃত্বেই শেষবার আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় দল। এরপর ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটন এসেছে বিরাট কোহলির হাতে। কিন্তু চিত্রটা বদবলায়নি। ২০২২ সালেই বিরাট কোহলির তেকে অধিনায়কত্ব গিয়েছে রোহিত শর্মার কাঁধে। সেখানেও ভারতীয় দলের আইসিসির ট্রফি জয়েরক ভাগ্যটা এখনও পর্যন্ত পরিবর্তন হয়নি। টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সব জায়গাতেই ভারতীয় দল ব্যর্থ হয়েই ফিরেছে।
রোহিত শর্মার নেতৃত্বেই এবার বিশ্বকাপে নামতে চলেছে ভারতীয় দল
এবার ঘরের মাঠে বিশ্বকাপের আসর। সেখানে যে টিম ইন্ডিয়াকে নিয়ে সকলের প্রত্যাশ্যার পারদই চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শেষপর্যন্ত কী হবে তা সময়ই বলবে। সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হারের পর যে রোহিত শর্মাকেও আইসিসির ট্রপি জিততে না পাপার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগেও সেই একই প্রশ্ন শুনতে হয়েছে রোহিত শর্মাকে। এবার সেই নিেয়েই মুখ খুলেছেন। তিনি সম্প্রতি ভারতীয় দল কেন আইসিসি ট্রফি জিততে পারছে না তা নিয়েই মুখ খুলেছেন তিনি।
সেখানেই এবার রোহিত শর্মা জানিয়েছেন, “সর্বপ্রথম যেটা আমি চাই তা হল আমার সমস্ত ক্রিকেটারদের যেন পাওয়া যায়। তাদের সেকলকেই ১০০ শতাংশ চাই আমি। সেখানেও কোনওরকম চোট আঘাত আমরা একেবারেই চাই না”।
এই মুহর্তে ভারতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটাররা মাঠের বাইরে রয়েছেন। সম্প্রতি আইসিসি প্রতিযোগিতাতেও ভারতীয় দল সমস্ত তারকা ক্রিকেটারদের একসঙ্গে পাননি। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেই খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ। আবার একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিশিপে খেলতে পারেননি বুমলাহ সহ শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল। আর তা নিয়েই চিন্তা দেখা দিয়েছে। ভারতীয় দলের আইসিসির প্রতিযোগিতায় সাফল্য না পাওয়ার পিছনে যে এটাই অন্যতম কারণ তা কার্যত রোহিত শর্মার কথা থেকেই স্পষ্ট।
The post আইসিসির প্রতিযোগিতায় ভারতীয় দলের ব্যর্থতার কারণ নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.