Ravichandran Ashwin. (Photo by Robert Cianflone/Getty Images)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে নেমেছে ভারতীয় দল। যদিও অস্ট্রেলিয়ার বোলিং পারফরম্যান্সের বিরুদ্ধে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। সেই মঞ্চেই নতুন রেকর্ডের মালিক হলেন রবিচন্দ্রন অশ্বিন। আইসিসির টেস্ট বোলারদের ক্রম তালিকায় শীর্ষস্থানে পৌঁছলেন রবিচন্দ্রন অশ্বিন। দিল্লি টেস্টে তাঁর দুর্ধর্ষ পাররম্যান্সের নীরিখেই আইসিসির ক্রম তালিকায় এই উন্নতি রবিচন্দ্রন অশ্বিনের। জেমস অ্যান্ডারসনকে টপকেই লেই জায়গায় পৌঁছলেন তিনি। ব্রিটিশ বোলার অশ্বিনের পরই দ্বিতীয় স্থানে রয়েছেন।
প্রথম দুই টেস্টেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল। আর সেই মঞ্চেই টিম ইন্ডিয়ার সাফল্যের নায়ক যে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। দিল্লি টেস্টেও সেই একই ধা্রা অব্যহত ছিল। আর তাতেই রবিচন্দ্রন অশ্বিনের মুকুটে নতুন পালক। মঙ্গলবার নিউ জিল্যান্ডের কাছে ইংল্যান্ডের হারের পরই আইসিসির টেস্ট বোলারদের ক্রম তালিকায় প্রকাশ করেছে। সেখানেই জেমস অ্যান্ডারসনকে টপকে শীর্ষস্থানে নিজের জায়গা পাকা করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে এখনও পর্যন্ত ১৪টি উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন
দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাঁর পারফরম্যান্সের নীরিখেই যে এমন সাফল্য এসেছে রবিচন্দ্রন অশ্বিনের তা বলার অপেক্ষা রাখে না। দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংস রবীন্দ্র জাদেজা দুর্ধর্ষ বোলিং করলেও, সেখানেও কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের অবগান একেবারেই কম নয়। দুই ইনিংস মিলিয়ে ছয় উইকেট তুলে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। একইসঙ্গে দ্বিতীয় ইনিংসে তারকা ক্রিকেটারদেরই সাজঘরে ফিরিয়ে রবীন্দ্র জাদেজার কাজটা অনেকটা সহজ করে দিয়েছিলেন তিনি। আর তাতেই এসেছে এই সাফল্য।
২০১৫ সালে প্রথমবার আইসিসির টেস্ট ক্রম তালিকায় শীর্ষস্থানে পৌঁছেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দীর্ঘ আট বছর পর ফের সেই স্থানে নিজের জায়গা করে নিলেন তিনি। এখনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া েস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। সেখানে নিজের পারফরম্যান্স দেখিয়ে এই স্থান ধরে রাখার হাতছানি এখনও রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। যদিও তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চা বিরতি পর্যন্ত একটিও উইকেট তুলে নিতে পারেননি তিনি।
তবে এইঅ সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে একাই চতুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার পাঁচ উইকেট। প্রথম ইনিংসে তিন উইকেট তুলে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই ধারা দ্বিতীয় টেস্টেও ধরে রেখেছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেও ছটি উইকেট পেয়েছিলেন দুই ইনিংস মিলিয়ে। তৃতীয় টেস্ট শুরু হওয়ার দিনই তার পুরষ্কার পেলেন রবিচন্দ্রন অশ্বিন। জেমস অ্যান্ডারসনকে টপকে শীর্ষস্থানে পৌঁছলেন অশ্বিন।
The post আইসিসির টেস্ট বোলারদের তালিকায় অ্যান্ডারসনকে টপকে শীর্ষস্থানে রবিচন্দ্রন অশ্বিন appeared first on CricTracker Bengali.