BJ Sports – Cricket Prediction, Live Score

আইসিসির ওডিআই বোলারদের তালিকায় শীর্ষস্থান খোয়ালেন মহম্মদ সিরাজ

 আইসিসির ওডিআই বোলারদের তালিকায় শীর্ষস্থান খোয়ালেন মহম্মদ সিরাজ

#image_title

Mohammed Siraj. (Image Source: BCCI)

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মুহর্তে একদিনের সিরিজ খেলছে ভারতীয় দল। বুধবার চিপক স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে নেমেছে টিম ইন্ডিয়া।  সেই ম্য়াচ চলাকালীনই আইসিসির একদিনের বোলারদের তালিকায় শীর্ষস্থান হারালেন মহম্মদ সিরাজ । শীর্ষস্থান থেকে তিন নম্বরে নেমে গেলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তাঁর পরিবর্তে আইসিসির একদিনের বোলারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন জশ হেজেলউড। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের পরই র্যাঙ্কিংয়ে নেমে গেলেন তিনি।

নতুন বছরেই একদিনের ফর্ম্যাটে বোলারদের তালিকায় শীর্ষস্থানে উঠেছিলেন ভারতীয় দলের তরুণ তারকা বোেলার মহম্মদ সিরাজ। গত দশ মাসে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছি্লেন মহম্মদ সিরাজ। তারই পুরস্কার নতুন বছরে পেয়েছিলেন এই তারকা পেসার। কিন্তু আইসিসির  একদিনের ফর্ম্যাটের বোলারদের তালিকায় শীর্ষস্থানের জায়গা দীর্ঘদিন ঘরে রাখতে পারেলেন না মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই একদিনের সিরিজে সেভাবে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচেও যে তিনি বল হাতে বড় সাফল্য পেয়েছে তা কিন্তু নয়।

শেষ দশ মাসে ভারতীয় দলের হয়ে সাদা বলের ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন মহম্মদ সিরাজ। এরপরই শীর্ষস্থানে পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু চলতি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি মহম্মদ সিরাজ। সেখানে ট্রেভিস হেড এবং মিচেল মার্শের সামনে চূড়ান্ত নাকাল হতে হয়েছিল এই তারকা পেসারকে। ৩ ওভার বোলিং করে একাই সেই ম্যাচে দিয়েছিেন ৩৭ রান। অস্ট্রেলিয়া সেই ম্যাচ ১০ উইকেটে জিতে নিয়েছিল। সেই ম্যাচের ৪৮ ঘন্টার মধ্যেই শীর্ষস্থান হাতছাড়া হয়েছে মহম্মদ সিরাজের।

আইসিসির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার ক্রিকেটার জশ েহেজেলউড, যিনি এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে অনুপস্থিত ফের আইসিসির একদিনের বোলারদের তলিকায় শীর্ষস্থান ফিরে পেলেন। টপকে গেলেন নিউ জিল্যান্ডের তারকা ক্রিকেটার ট্রেন্ট বোল্টকে। সেইসঙ্গেই তালিকায় তিন নম্বরে নেমে গেলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। সেখানেই মিচেল স্টার্কের সঙ্গে পয়েন্টে টাই হয়েছে তাঁর।

আইসিসির ওডিআই বোলারদের ক্রম তালিকা

জশ হেজেলউড

ট্রেন্ট বোল্ট

মহম্মদ সিরাজ

মিচেল স্টার্ক

রশিদ খান

সাকিব আল হাসান

শাহিন শাহ আফ্রিদি

মুজিব ফর রহমান

অ্যাডাম জাম্পা

মহম্মদ নবি

এই মুহর্তে ভারতীয় দলের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন মহম্মদ সিরাজ। যদিও অস্ট্রেলিয়া সিরিজে সেভাবে ভাল পারফরম্যান্স দেখাতে পারছেন না তিনি। বিশ্বকাপের মঞ্চে যে তিনি ভারতীয় দলের অন্যতম অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

The post আইসিসির ওডিআই বোলারদের তালিকায় শীর্ষস্থান খোয়ালেন মহম্মদ সিরাজ appeared first on CricTracker Bengali.

Exit mobile version