BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩, ম্যাচ ৯: কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

 আইপিএল ২০২৩, ম্যাচ ৯: কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

#image_title

Virat Kohli & Faf du Plessis. (Image Source: IPL/BCCI)

প্রিভিউ

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৬ই এপ্রিল আইপিএল ২০২৩-এর নবম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-র মুখোমুখি হবে। কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭ রানে হেরেছিল (ডিএলএস পদ্ধতিতে)। নাইট রাইডার্সের হয়ে টিম সাউদি দুটি উইকেট নিলেও ৫৪ রান দিয়েছিলেন। সুনীল নারিন ও শার্দূল ঠাকুরও অনেক রান খরচ করেছিলেন। পাঞ্জাব কিংস ১৯১/৫ স্কোর করার পরে কেকেআর পাওয়ারপ্লের ভিতরেই তিন উইকেট হারিয়েছিল। বৃষ্টি নামার পরে ম্যাচ পণ্ড হওয়ার আগে অবধি কেকেআর লড়াই করলেও ৭ রানে পিছিয়ে পড়ে। কেকেআরের তারকা বিদেশী খেলোয়াড় শাকিব আল হাসান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের অভিযান শুরু করেছিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আট উইকেটের জয়ের মাধ্যমে। আরসিবি বোলাররা ম্যাচের শুরুর দিকে উইকেট নিয়ে প্রভাব রাখলেও ডেথ ওভারে মুম্বাইয়ের ব্যাটাররা আগ্রাসীভাবে খেলে ১৭১/৭ স্কোর করতে সক্ষম হয়েছিল। ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি হাফ সেঞ্চুরি করে আরসিবিকে ২২ বল বাকি থাকতেই আট উইকেট হাতে রেখে লক্ষ্য তাড়া করতে সহায়তা করেছিলেন। ম্যাচ চলাকালীন রিস টপ্লে কাঁধে চোট পেলেও, এই ম্যাচে খেলার জন্য ফিট হয়ে উঠেছেন তিনি।

সম্ভাব্য একাদশ

কলকাতা নাইট রাইডার্স

রহমানউল্লাহ্‌ গুরবাজ (উইকেটকিপার), নারায়ন জগদীসন, নীতীশ রানা (অধিনায়ক), সুনীল নারিন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, মনদীপ সিং, শার্দূল ঠাকুর, উমেশ যাদব, টিম সাউদি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মাহীপাল লোমরোর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, মাইকেল ব্রেসওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), কর্ণ শর্মা, হার্শাল প্যাটেল, রিস টপ্লে, মহম্মদ সিরাজ।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ভেঙ্কটেশ আইয়ার – ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে বাঁ-হাতি ব্যাটার ২৮ বলে ৩৪ রান করেছিলেন। আন্দ্রে রাসেলের সঙ্গে ৩০ রানের জরুরী পার্টনারশিপে জড়িত ছিলেন ভেঙ্কটেশ।

ফাফ ডু প্লেসি – আরসিবি অধিনায়ক আগ্রাসী ইনিংস খেলেছিলেন মরসুমের প্রথম ম্যাচে এবং ৪৩ বলে ৭৩ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

অলরাউন্ডার

আন্দ্রে রাসেল – গত ম্যাচে কেকেআরের সর্বোচ্চ স্কোরার হওয়া রাসেল ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৩৫ রান করেছিলেন।

মাইকেল ব্রেসওয়েল – আইপিএল অভিষেকে ২ ওভার বোলিং করে ১ উইকেট নিয়েছিলেন এবং ব্যাটিংয়ের সুযোগ না পেলেও ব্যাট হাতে অবদান রাখতে পারেন।

বোলার

উমেশ যাদব – লেগ-স্পিনারের সামনে বিপক্ষের কোনো ব্যাটারই স্বাচ্ছন্দ্যে ছিলেন না এবং তিনি ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন।

কর্ণ শর্মা – লেগ-স্পিনার প্রথম ম্যাচে চার ওভারে ৩২ রানের বিনিময়ে নেহাল ওয়াধেরা ও টিম ডেভিডের উইকেট নিয়েছিলেন।

উইকেটকিপার

রহমানউল্লাহ্‌ গুরবাজ – আইপিএল অভিষেকে বড় ইনিংস খেলতে না পারলেও আগ্রাসী ছন্দে শুরু করেছিলেন এবং ১৩৭.৫০ স্ট্রাইক রেটে ১৬ বলে ২২ রান করে অবদান রাখেন।

কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

রহমানউল্লাহ্‌ গুরবাজ, ফাফ ডু প্লেসি (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, নীতীশ রানা, গ্লেন ম্যাক্সওয়েল, আন্দ্রে রাসেল (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, মাইকেল ব্রেসওয়েল, কর্ণ শর্মা, উমেশ যাদব, টিম সাউদি।

The post আইপিএল ২০২৩, ম্যাচ ৯: কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স appeared first on CricTracker Bengali.

Exit mobile version