BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩, ম্যাচ ৬২: গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

 আইপিএল ২০২৩, ম্যাচ ৬২: গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

#image_title

r

Rashid Khan. (Image Source: IPL/BCCI)

প্রিভিউ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর ৬২তম ম্যাচে গুজরাত টাইটান্স (জিটি) তাদের শেষ হোম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)-এর মোকাবিলা করতে। ১২ ম্যাচে ৮ জয় ও ৪ হারের পরে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে জিটি। এসআরএইচকে হারালে প্লে অফে জায়গা নিশ্চিত করার পাশাপাশি প্রথম দুই স্থানের একটি পাকা করে ফেলবে। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭ রানে হেরেছিল তারা। রশিদ খান বল হাতে ৪ উইকেট নেওয়ার পরে ব্যাটিংয়েও অবদান রেখেছিলেন ৭৯ রানের ইনিংস খেলেছিলেন।

সানরাইজার্স হায়দ্রাবাদ ১১ ম্যাচে ৪ জয় ও ৭ হার নিয়ে পয়েন্ট তালিকায় বর্তমানে নবম স্থানে রয়েছে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাদের আগের ম্যাচে হেরে যাওয়ার পরে প্লে-অফে যোগ্যতা অর্জনের রাস্তা কঠিন করে ফেলেছে এইডেন মার্করামের নেতৃত্বাধীন দল। সানরাইজার্স হায়দ্রাবাদকে শেষ চারে যেতে হলে বাকী থাকা তিনটি ম্যাচেই জিততে হবে। এই দুই দল এখনও অবধি দুবার মুখোমুখি হয়েছে এবং উভয় দল একটি করে ম্যাচ জিতেছে।

সম্ভাব্য একাদশ

গুজরাত টাইটান্স

শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, মহম্মদ শামি, নূর আহমদ, মোহিত শর্মা।

সানরাইজার্স হায়দ্রাবাদ

অভিষেক শর্মা, আনমোলপ্রীত সিং, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), গ্লেন ফিলিপ্স, আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্ডে, ফজলহক ফারুকী, টি নটরাজন।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

শুবমান গিল – বারো ইনিংসে ৪৭৫ রান করেছেন ১৪১.৩৬ স্ট্রাইক রেটে এবং এখন সর্বোচ্চ রান-স্কোরারের তালিকায় পঞ্চম স্থানে আছেন।

অভিষেক শর্মা – ১৫২.১৭ স্ট্রাইক রেটে ২১০ রান করার পাশাপাশি ২টি উইকেট নিয়েছেন তরুণ খেলোয়াড়।

অলরাউন্ডার

হার্দিক পান্ডিয়া – এগারো ম্যাচে ২৮১ রান করে টাইটান্সের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং বল হাতে ৩ উইকেটও নিয়েছেন।

এইডেন মার্করাম – একটি হাফ-সেঞ্চুরিসহ ২০৭ রান করেছেন এবং অফ-স্পিন বোলিং করে ১ উইকেট নিয়ে অবদান রেখেছেন।

বোলার

রাশিদ খান – ১২ ম্যাচে ২৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপ দখলে রেখেছেন এবং আগের ম্যাচে ৩০ রান দিয়ে ৪ উইকেট তুলেছিলেন।

মায়াঙ্ক মার্কান্ডে – ৯ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন ৭.৮০ ইকোনমি রেটে এবং এসআরএইচের সর্বোচ্চ উইকেটশিকারী।

উইকেটকিপার

হাইনরিখ ক্লাসেন – ৪৩.৬৭ গড়ে এবং ১৮০.৬৯ স্ট্রাইক রেটে ২৬২ রান করেছেন এবং আড়াইশো রানের বেশী করা ব্যাটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেটের অধিকারী তিনি।

গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

অভিষেক শর্মা, শুবমান গিল, এইডেন মার্করাম, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, হাইনরিখ ক্লাসেন (সহ-অধিনায়ক), রাশিদ খান (অধিনায়ক), মায়াঙ্ক মার্কান্ডে, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা।

The post আইপিএল ২০২৩, ম্যাচ ৬২: গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স appeared first on CricTracker Bengali.

Exit mobile version