BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩, ম্যাচ ৬১: চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

 আইপিএল ২০২৩, ম্যাচ ৬১: চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

#image_title

Ravindra Jadeja. (Image Source: IPL/BCCI)

প্রিভিউ

১৪ই মে, রবিবার, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ৬১তম ম্যাচে চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুখোমুখি হবে। চেন্নাই সুপার কিংস সাতটি জয় পেয়েছে ১২টি ম্যাচ খেলে এবং বর্তমানে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। কলকাতা নাইট রাইডার্স ১২ ম্যাচের মধ্যে পাঁচটি জয় নিয়ে অষ্টম স্থানে রয়েছে। এই ম্যাচে জিতলে চেন্নাই সুপার কিংস প্লে অফে জায়গা নিশ্চিত করবে। চেন্নাই সুপার কিংস তাদের আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৬৭ রান করেছিল। বোলারদের দাপটে দিল্লিকে ১৪০ রানে সীমাবদ্ধ রেখেছিল সিএসকে।

কলকাতা নাইট রাইডার্স তাদের আগের ম্যাচে ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই, প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসের চেয়ে অনেকটাই পিছিয়ে ছিল। ঘরের মাঠে মাত্র ১৪৯/৮ স্কোরে সীমাবদ্ধ হয়েছিল কেকেআর। নাইটদের হতশ্রী বোলিং পারফর্ম্যান্সের কারণে প্রতিপক্ষ রয়্যালস ১৩.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। সিএসকে ও কেকেআর যখন শেষবার মুখোমুখি হয়েছিল, তখন সুপার কিংস ২৩৫ রানের বিশাল স্কোর খাড়া করেছিল। কেকেআরের পক্ষে ১৮৬ রান অবধি পৌঁছনো সম্ভব হওয়ায় সিএসকে ৪৯ রানে জিতেছিল।

সম্ভাব্য একাদশ

চেন্নাই সুপার কিংস

ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, আজিঙ্ক্যা রাহানে, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাহীষ থিকশানা, মাথিশা পাথিরানা।

কলকাতা নাইট রাইডার্স

জেসন রয়, রহমানউল্লাহ্‌ গুরবাজ (উইকেটকিপার), নীতীশ রানা (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মা।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

রুতুরাজ গায়কওয়াড় – বারো ইনিংসে ৪০৮ রান করেছেন ১৪৭.২৯ স্ট্রাইক রেটে এবং এখন সর্বোচ্চ রান-স্কোরারের তালিকায় সপ্তম স্থানে আছেন।

রিঙ্কু সিং – টুর্নামেন্টের অন্যতম সেরা ফিনিশার ১২ ইনিংস খেলে ৩৫৩ রান করেছেন ১৪৬.৪৭ স্ট্রাইক রেট এবং ৫০.৪৩ গড়ে।

অলরাউন্ডার

রবীন্দ্র জাডেজা – বারো ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন ৭.১৩ ইকোনমি রেটে এবং পার্পল ক্যাপের লড়াইয়ে সাত নম্বরে আছেন।

আন্দ্রে রাসেল – কেকেআরের শেষ জয়লাভ করা ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া রাসেল ২১৮ রান করেছেন ১৫০.৩৪ স্ট্রাইক রেটে এবং বল হাতে ৭ উইকেট নিয়ে অবদান রেখেছেন।

বোলার

তুষার দেশপান্ডে – ১২ ম্যাচে ১৯ উইকেট নিয়ে পার্পল ক্যাপের লড়াইয়ে পঞ্চম স্থানে আছেন।

বরুণ চক্রবর্তী – চলমান মরসুমে কেকেআরের সেরা বোলার ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় ষষ্ঠ স্থানে আছেন।

উইকেটকিপার

ডেভন কনওয়ে – উইকেটকিপিং না করতে হলেও, ব্যাট হাতে অসামান্য পারফর্ম করছেন এবং আইপিএল ২০২৩-এর পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ১১ ইনিংসে ৪৬৮ রান করেছেন।

চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

রুতুরাজ গায়কওয়াড়, জেসন রয়, ডেভন কনওয়ে, নীতীশ রানা, শিবম দুবে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রবীন্দ্র জাডেজা (অধিনায়ক), মাথিশা পাথিরানা, বরুণ চক্রবর্তী (সহ-অধিনায়ক), তুষার দেশপান্ডে।

The post আইপিএল ২০২৩, ম্যাচ ৬১: চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স appeared first on CricTracker Bengali.

Exit mobile version