Delhi Capitals. (Photo Source: IPL)
প্রিভিউ
১৩ই মে, শনিবার, নিজেদের ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের (পিবিকেএস) বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস (ডিসি)। ডিসি এবং পিবিকেএস এখনও পর্যন্ত ৩০ বার একে অপরের মুখোমুখি হয়েছে এবং উভয়ই ১৫টি করে ম্যাচে জয়লাভ করেছে। ডিসি নিজেদের আগের ম্যাচটিতে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) কাছে ২৭ রানে পরাজিত হয়েছিল। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান করেছিল সিএসকে। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৪০ রান করতে সক্ষম হয়েছিল ডিসি। এই মরসুমে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে মাত্র ৪টি ম্যাচে জয় পেয়েছে। তারা এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে।
অন্যদিকে, পাঞ্জাব কিংস নিজেদের আগের ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছিল। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৯ রান করেছিল পিবিকেএস। ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান করার মাধ্যমে ম্যাচটি জিতে নিয়েছিল কেকেআর। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৫টি ম্যাচে জয় পেয়েছে।
সম্ভাব্য একাদশ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), মিচেল মার্শ, রাইলি রোসো, রিপল প্যাটেল, অক্ষর প্যাটেল, আমান হাকিম খান, ললিত যাদব, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, খলিল আহমেদ।
শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভিসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), স্যাম কারান, শাহরুখ খান, ঋষি ধাওয়ান, হারপ্রীত ব্রার, রাহুল চাহার, আর্শদীপ সিং।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
ডেভিড ওয়ার্নার – তিনি এই মরসুমে এখনও পর্যন্ত ১১টি ইনিংস খেলে ৩৩০ রান করেছেন এবং তার সর্বোচ্চ রান হল ৬৫। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৩০ এবং ১১৯.৫৭।
শিখর ধাওয়ান – তিনি এই মরসুমে খুব ভালো ফর্মের সাথে খেলছেন। চলতি মরসুমে তিনি ৮টি ইনিংস খেলে ৩৪৯ রান করেছেন এবং তার সর্বোচ্চ রান হল ৯৯*।
অলরাউন্ডার
অক্ষর প্যাটেল – তিনি খুব ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই মরসুমে তিনি এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ২৬৭ রান করেছেন এবং ৯টি উইকেট নিয়েছেন।
লিয়াম লিভিংস্টোন – লিয়াম লিভিংস্টোন ব্যাট হাতে বড় শট খেলার পাশাপাশি বল হাতে উইকেটও শিকার করতে পারেন। চলতি মরসুমে তিনি ৬টি ম্যাচ খেলে ১৭২ রান করেছেন এবং ২টি উইকেট নিয়েছেন।
বোলার
কুলদীপ যাদব – এই মরসুমে তিনি এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছেন এবং তার সেরা বোলিং পরিসংখ্যান হল ২/১৫।
আর্শদীপ সিং – চলতি মরসুমে তিনি ১১টি ম্যাচ খেলে ১৬টি উইকেট নিয়েছেন এবং তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৪/২৯।
উইকেটরক্ষক
জিতেশ শর্মা – এই মরসুমে অসাধারণ ফর্মে রয়েছেন জিতেশ শর্মা। তিনি এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ২৬০ রান করেছেন এবং তার সর্বোচ্চ রান হল ৪৯*।
দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান (অধিনায়ক), মিচেল মার্শ, রাইলি রোসো, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), স্যাম কারান, কুলদীপ যাদব, খলিল আহমেদ, আর্শদীপ সিং।
The post আইপিএল ২০২৩, ম্যাচ ৫৯: দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স appeared first on CricTracker Bengali.