Sunrisers Hyderabad. (Photo by NOAH SEELAM/AFP via Getty Images)
প্রিভিউ
১৩ই মে, শনিবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৫৮ তম ম্যাচে নিজেদের ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) বিরুদ্ধে খেলতে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে এই দুটি দল এখনও পর্যন্ত দুবার একে অপরের মুখোমুখি হয়েছে এবং দুটি ম্যাচেই জয় পেয়েছে এলএসজি। এই মরসুমে এলএসজির বিরুদ্ধে প্ৰথম ম্যাচটিতে ৫ উইকেটে পরাজিত হয়েছিল এসআরএইচ। এডেন মার্করামের দল ১০ ম্যাচে ৮ পয়েন্টের সাথে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে। নিজেদের আগের ম্যাচটিতে রাজস্থান রয়্যালসের (আরআর) বিরুদ্ধে একটি রুদ্ধশ্বাস জয় পেয়েছিল এসআরএইচ। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ২ উইকেটে ২১৪ রান করেছিল আরআর। ২০ ওভারে ৬ উইকেটে ২১৭ রানে পৌঁছে এই ম্যাচটি জিতে নিয়েছিল এসআরএইচ।
অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টাস ১১ ম্যাচে ১১ পয়েন্টের সাথে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। নিজেদের আগের ম্যাচটিতে গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে অনেক বড় ব্যবধানে পরাজিত হয়েছিল এলএসজি। প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ২ উইকেটে ২২৭ রান করেছিল জিটি। ক্রুনাল পান্ডিয়ার নেতৃত্বাধীন দল রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করেছিল।
সম্ভাব্য একাদশ
আনমোলপ্রীত সিং, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এডেন মার্করাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), আবদুল সামাদ, মার্কো জানসেন, মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন।
কাইল মেয়ার্স, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), দীপক হুডা, ক্রুনাল পান্ডিয়া, মার্কাস স্টয়নিস, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, রবি বিষ্ণোই, আভেশ খান, মহসিন খান, যশ ঠাকুর।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
রাহুল ত্রিপাঠি – রাহুল ত্রিপাঠি এই মরসুমে এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলে ২৩৭ রান করেছেন এবং তার সর্বোচ্চ রান হল ৭৪*।
আয়ুশ বাদোনি – তিনি এই মরসুমে খুব ভালো ফর্মের সাথে খেলছেন। চলতি মরসুমে তিনি ১১টি ম্যাচ খেলে ২১২ রান করেছেন এবং তার সর্বোচ্চ রান হল ৫৯*।
অলরাউন্ডার
এডেন মার্করাম – এসআরএইচের অধিনায়ক ব্যাট হাতে রান করার পাশাপাশি বল হাতে উইকেট নিতেও সক্ষম। তিনি এই মরসুমে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে ১৭৯ রান করেছেন এবং ১টি উইকেট নিয়েছেন।
মার্কাস স্টয়নিস – তিনি চলতি মরসুমে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ২৩৯ রান করেছেন এবং ৫টি উইকেট নিয়েছেন।
বোলার
মায়াঙ্ক মার্কন্ডে – এই মরসুমে খুবই ভালো ফর্মে রয়েছেন তিনি। মার্কন্ডে এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলে ১১টি উইকেট নিয়েছেন এবং তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৪/১৫।
রবি বিষ্ণোই – তিনি চলতি মরসুমে ১১টি ম্যাচ খেলে ১২টি উইকেট নিয়েছেন এবং তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৩/২৮।
উইকেটরক্ষক
হেনরিখ ক্লাসেন – এই মরসুমে তিনি খুব ভালো ফর্মের সাথে খেলছেন। তিনি এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলে ২১৫ রান করেছেন এবং তার সর্বোচ্চ রান হল ৫৩*।
সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টাস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
কাইল মেয়ার্স, কুইন্টন ডি কক, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এডেন মার্করাম (অধিনায়ক), মার্কাস স্টয়নিস (সহ-অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, আয়ুশ বাদোনি, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণোই, মায়াঙ্ক মার্কন্ডে।
The post আইপিএল ২০২৩, ম্যাচ ৫৮: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টাস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স appeared first on CricTracker Bengali.